পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amit Shah over Jammu-Kashmir: কাশ্মীর থেকে উত্তরপূর্ব ভারত, 8 বছরে উন্নত নিরাপত্তার দাবি শাহের - কাশ্মীর থেকে উত্তরপূর্ব ভারত

জম্মু-কাশ্মীর এখন আর হিংসাত্মক উপত্যকা নেই ৷ সেখানে সুরক্ষার বন্দোবস্ত পালটেছে ৷ তাঁর দাবি, মোদি সরকারের জমানায় হিংসাত্মক ঘটনা 70 শতাংশেরও বেশি কমেছে (Amit Shah over Jammu and Kashmir security situation) ৷

Jammu Kashmir Security
ETV Bharat

By

Published : Oct 21, 2022, 12:09 PM IST

Updated : Oct 21, 2022, 12:34 PM IST

নয়াদিল্লি, 21 অক্টোবর: জম্মু-কাশ্মীরে নিরাপত্তা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে ৷ আর তা হয়েছে বিগত 8 বছরে মোদি সরকারের জমানায় ৷ এছাড়া দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলি, এবং অতিবামপন্থী প্রভাবশালী এলাকাগুলিতেও এখন আরও ভালো সুরক্ষা ব্যবস্থা ৷ এমনটা দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শুক্রবার 'পুলিশ কোমেমোরেশন ডে' (Police Commemoration Day) উপলক্ষ্যে ন্যাশনাল পুলিশ মেমোরিয়ালে একটি অনুষ্ঠানে তিনি জানান, কোভিড অতিমারি সময়েও পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে (Union Home Minister Amit Shah claims improved security in Jammu and Kashmir) ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, দেশের মধ্যে সুরক্ষায় অনেক সদর্থক পরিবর্তন হয়েছে ৷ আগে উত্তরপূর্ব, কাশ্মীর এবং অতিবামপন্থী অধ্যুষিত এলাকাগুলিতে বড় বড় দুর্ঘটনা লেগেই থাকত । তাঁর কথায়, "আগের সেনাবাহিনীর হাতে বিশেষ শক্তি দেওয়া হয়েছিল ৷ এখন তরুণদের সেই শক্তি দেওয়া হয়েছে তাঁদের উন্নতির জন্য ৷ এই জন্য এই এলাকাগুলিতে হিংসাত্মক ঘটনা 70 শতাংশেরও বেশি কমে গিয়েছে ৷" আগে তরুণরা পাথর ছুড়তেন ৷ এখন তাঁরা মোদি সরকারের নানা ধরনের উন্নয়নমূলক প্রজেক্টের সঙ্গে যুক্ত, জানান স্বরাষ্ট্রমন্ত্রী ৷

আরও পড়ুন: সোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুনের অভিযোগ

1959 সালের 21 অক্টোবর সিআরপিএফ (Central Reserve Police Force, CRPF) জওয়ানেরা লাদাখের হট স্প্রিং অঞ্চলে সীমান্ত প্রহরায় ছিলেন ৷ সেখানে চিনের সশস্ত্র সেনাবাহিনীর অতর্কিত হামলায় 10 জন জওয়ান প্রাণ হারান ৷ 1992 সালে দেশের নিরাপত্তায় নিহত সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে 'পুলিশ কোমেমোরেশন ডে' হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় । 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'ন্যাশনাল পুলিশ মেমোরিয়াল' উৎসর্গ করেন ৷

Last Updated : Oct 21, 2022, 12:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details