আগরতলা, 12 ফেব্রুয়ারি: ত্রিপুরায় 'জঙ্গলরাজ' ফিরিয়ে আনাই লক্ষ্য ! আর সেই কারণেই বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে জোট বেঁধেছে কংগ্রেস, বামফ্রন্ট এবং তিপরা মোথা পার্টি ! রবিবার ত্রিপুরার জনসভা থেকে বিরোধীদের একযোগে কাঠগড়ায় তুলে এই অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ (Amit Shah slams Opposition) ৷
এদিন ত্রিপুরার চরিলাম বিধানসভাকেন্দ্রে একটি বিরাট জনসভা করেন অমিত শাহ ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Election 2023) এই আসন থেকেই লড়ছেন রাজ্যের বর্তমান উপমুখ্যমন্ত্রী ৷ এদিনের এই জনসভার মঞ্চ থেকে অমিত বলেন, "ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে গোটা রাজ্যকে এগিয়ে নিয়ে চলেছেন ৷ অথচ কংগ্রেস, বামফ্রন্ট এবং তিপরা মোথা পার্টি মিলিতভাবে সেই বিজেপিকেই উৎখাত করার চেষ্টা করছে ! যাতে ত্রিপুরায় ফের জঙ্গলরাজ কায়েম করা যায়! তাই কংগ্রেসের জন্য ভোট দেওয়ার অর্থ হল, সিপিএমকে ভোট দেওয়া ৷ আর সিপিএমকে ভোট দেওয়া মানে তিপরা মোথাকেই সমর্থন করা ৷ এমনটা করা হলে আদতে সিপিএমকেই জেতানো হবে এবং বিজেপি হেরে যাবে ৷ বামেরা সারা পৃথিবী থেকে মুছে গিয়েছে, আর কংগ্রেস দেশ থেকে হারিয়ে গিয়েছে ৷"