ইন্দোর, 30 জুলাই: ‘গরিব মানুষের মসিহা’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচনের প্রস্তুতি পর্বের সূচনায় এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ 2023 সালের শেষে মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচন ৷ যার প্রস্তুতি শুরু করে দিল সেখানকার বিজেপি নেতৃত্ব ৷ এদিন মধ্যপ্রদেশের ‘বিজয় সংকল্প সম্মেলনে’ ভাষণ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ যেখানে ফের একবার কংগ্রেস এবং তাদের 70 বছরের রাজত্বের প্রসঙ্গ তুলে বিঁধলেন তিনি ৷ দাবি করলেন, বিগত 70 বছরে ভারতের গরিব মানুষের জন্য কোনও কাজই করেনি কংগ্রেসের সরকার ৷ সেই প্রসঙ্গেই ফের একবার প্রধানমন্ত্রীর স্তুতিতে অমিত শাহ ৷
বিজেপির ‘বিজয় সংকল্প সম্মেলনে’ শাহ বলেন, ‘‘আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘গরিব মানুষের মসিহা’ হিসেবে পরিচিত শুধুমাত্র তাঁর জনকল্যাণমূলক কাজের জন্য ৷ কিন্তু, 70 বছর ধরে দেশে রাজত্ব করেও কংগ্রেস গরিব মানুষের জন্য কিছুই করেনি ৷’’ এই প্রসঙ্গে একসময় উপত্যকায় লাগু থাকা 370 ধারার উল্লেখও করেন মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ৷ যিনি নিজে 2019 সালে লোকসভা ও রাজ্যসভায় 370 প্রত্যাহারের জন্য নতুন বিল পেশ করেছিলেন ৷ শাহ বলেন, ‘‘কংগ্রেস 370 ধারাকে এতগুলি বছর ধরে এমনভাবে লালন-পালন করেছে, যেমন ‘নিজের সন্তানকে’ বাবা-মা যত্ন করে ৷’’