পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amit Shah: মোদিকে ‘গরিব মানুষের মসিহা’ বলে সম্বোধন শাহ’র, নজরে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন - Madhya Pradesh Assembly Elections

Amit Shah Attacks Congress on Their 70 Years Rule: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গরিব মানুষের মসিহা বলে সম্বোধন করলেন অমিত শাহ ৷ মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সভা থেকে কংগ্রেসকে নিশানাও করেন তিনি ৷

Amit Shah ETV BHARAT
Amit Shah

By

Published : Jul 30, 2023, 7:50 PM IST

ইন্দোর, 30 জুলাই: ‘গরিব মানুষের মসিহা’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচনের প্রস্তুতি পর্বের সূচনায় এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ 2023 সালের শেষে মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচন ৷ যার প্রস্তুতি শুরু করে দিল সেখানকার বিজেপি নেতৃত্ব ৷ এদিন মধ্যপ্রদেশের ‘বিজয় সংকল্প সম্মেলনে’ ভাষণ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ যেখানে ফের একবার কংগ্রেস এবং তাদের 70 বছরের রাজত্বের প্রসঙ্গ তুলে বিঁধলেন তিনি ৷ দাবি করলেন, বিগত 70 বছরে ভারতের গরিব মানুষের জন্য কোনও কাজই করেনি কংগ্রেসের সরকার ৷ সেই প্রসঙ্গেই ফের একবার প্রধানমন্ত্রীর স্তুতিতে অমিত শাহ ৷

বিজেপির ‘বিজয় সংকল্প সম্মেলনে’ শাহ বলেন, ‘‘আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘গরিব মানুষের মসিহা’ হিসেবে পরিচিত শুধুমাত্র তাঁর জনকল্যাণমূলক কাজের জন্য ৷ কিন্তু, 70 বছর ধরে দেশে রাজত্ব করেও কংগ্রেস গরিব মানুষের জন্য কিছুই করেনি ৷’’ এই প্রসঙ্গে একসময় উপত্যকায় লাগু থাকা 370 ধারার উল্লেখও করেন মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ৷ যিনি নিজে 2019 সালে লোকসভা ও রাজ্যসভায় 370 প্রত্যাহারের জন্য নতুন বিল পেশ করেছিলেন ৷ শাহ বলেন, ‘‘কংগ্রেস 370 ধারাকে এতগুলি বছর ধরে এমনভাবে লালন-পালন করেছে, যেমন ‘নিজের সন্তানকে’ বাবা-মা যত্ন করে ৷’’

উল্লেখ্য, 2019 লোকসভা নির্বাচনে 29টি লোকসভা আসনের 28টি জিতেছিল বিজেপি ৷ কিন্তু, লোকসভা ভোটের ঠিক 5-6 মাস আগে বিজেপি শক্তি ক্ষয় হয়েছিল মধ্যপ্রদেশে ৷ 230 আসনের বিধানসভা আসনের মধ্যে 109টি আসন জিতেছিল শিবরাজ সিং চৌহ্বানের নেতৃত্বাধীন বিজেপি ৷ সেখানে কংগ্রেস এককভাবে 114 আসন জেতে ৷ সেই সঙ্গে সপা ও বিএসপি-র সমর্থনে 117 জন বিধায়ক নিয়ে কমল নাথের নেতৃত্বে সরকার গড়ে কংগ্রেস ৷

আরও পড়ুন:রাহুল প্রধানমন্ত্রী হলে ভারত দুর্নীতির আখড়া হয়ে উঠবে, দাবি অমিত শাহের

কিন্তু, বছর ঘুরতেই লোকসভা ভোটের পর কংগ্রেসের সরকারে ভাঙন ধরে ৷ উপমুখ্য়মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেসের অধিকাংশ বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দেন ৷ 2019 সালে ফের মুখ্যমন্ত্রী পদে বসেন শিবরাজ সিং চৌহান ৷ আর জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে 2020 সালে রাজ্যসভা থেকে সাংসদ করে বিজেপি এবং 2021 সাল থেকে তিনি ভারত সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের মন্ত্রী ৷ ফের নির্বাচন মধ্যপ্রদেশে ৷ এবার কংগ্রেস 2018 সালের প্রভাব দেখাতে পারবে ? নাকি মোদি ম্যাজিকে ফের মধ্যপ্রদেশের সিংহাসনে বসবেন শিবরাজ সিং চৌহান, তা সময়ই বলবে ৷

ABOUT THE AUTHOR

...view details