নয়াদিল্লি, 7 অগস্ট:সোমবার রাতে রাজ্যসভায় দিল্লি সার্ভিস বিল নিয়ে আলোচনা ও ভোটাভুটির মাঝেই পশ্চিমবঙ্গের প্রসঙ্গ তুলে তৃণমূল ও সিপিএমকে খোঁচা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এদিন তিনি বলেন, "একসময় কমিউনিস্টদের বিরোধিতা করতে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল ৷ এখন ক্ষমতার স্বার্থে তৃণমূল ও কমিউনিস্টরা পরস্পরের হাত ধরাধরি করে চলছে ৷"
দিল্লি সরকারে আমলাদের বদলি ও নিয়োগ ক্ষমতা কার হাতে থাকবে তা ঠিক করতে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল নিয়ে এসেছে কেন্দ্র ৷ লোকসভায় আগেই পাশ হয়ে গিয়েছে এই বিল ৷ সোমবার রাতে ভোটাভুটিতে তা রাজ্যসভাতেও পাশ হয় ৷ বিলের পক্ষে 131টি ও বিপক্ষে 102টি ভোট পরে ৷ সংক্ষেপে এই বিলকে দিল্লি বিলও বলা হচ্ছে ৷ এরপর রাষ্ট্রপতির সই হয়ে গেলেই আইনে পরিণত হবে এই বিল ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকার এই বিলকে রাজ্যসভায় আটকাতে মরিয়া ছিলেন ৷ তাঁর পাশে এসে দাঁড়ায় 26টি বিরোধী দলের 'ইন্ডিয়া' জোট ৷ তবুও এদিন বিলটিকে আটকানো যায়নি ৷ তবে এই বিল নিয়ে আলোচনার সুযোগে বিরোধী জোটের দলগুলিকে চোখা চোখা বাক্যবাণে বিদ্ধ করেছেন অমিত শাহ ৷ তৃণমূল, সিপিএম ছাড়াও এদিন অমিত শাহর নিশানায় ছিল কংগ্রেস, আপ, আরজেডি, জেডি (ইউ) এর মতো দলগুলি ৷