আগরতলা, 6 ফেব্রুয়ারি:"কমিউনিস্টরা অপরাধী ! আর কংগ্রেস হল দুর্নীতির আখড়া !" সোমবার ত্রিপুরায় এসে এভাবেই বিরোধী রাজনৈতিক শিবিরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah attacks Opposition) ৷ এদিন খোয়াইয়ের জনসভায় তাঁর ভাষণে অমিত বলেন, টিপরা মোথা পার্টিকে ভোট দেওয়ার অর্থ হল, ঘুরিয়ে কংগ্রেসকেই ভোট দেওয়া ! আর কংগ্রেসকে ভোট দেওয়া মানে তো বামফ্রন্টকে ভোট দেওয়া ! অর্থাৎ, রাজনৈতিকভাবে এদিন সমস্ত বিরোধীদের এক সূত্রে বেঁধেছেন অমিত শাহ ৷ বাদ দেননি প্রাক্তন কংগ্রেস নেতা তথা ত্রিপুরা রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মার তৈরি টিপরা মোথরা পার্টিকেও ৷
এদিনের প্রচারমঞ্চ থেকে অমিতকে বলতে শোনা যায়, "বামফ্রন্টকে ভোট দেওয়ার অর্থ হল, ত্রিপুরায় ফের একবার হিংসা প্রতিষ্ঠিত করা ৷ 2016 সাল থেকে 2018 সালের মধ্যে ত্রিপুরায় শতাধিক বিজেপিকর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছে ৷ সেই সময় হিংসা, অশান্তি এবং দুর্নীতি খুব স্বাভাবিক বলে ধর নেওয়া হত ! কিন্তু, বিজেপি শাসনের অধীনে, গত 5 বছরে এই ধরনের ঘটনা প্রায় 30 শতাংশ কমেছে ৷ উত্তর-পূর্ব ভারত এখন সন্ত্রাসের বদলে উন্নয়নের পথে হাঁটছে ৷"
আরও পড়ুন:বিধানসভা নির্বাচনের আগে শাসক-বিরোধী হাইভোল্টেজ প্রচার, ত্রিপুরায় সোমবার অমিত-মমতা
এরপরই অমিত শাহ বলেন, বামপন্থী বা কমিউনিস্টরা আদতে অপরাধী ৷ আর কংগ্রেস দুর্নীতিপরায়ণ ৷ দুই পক্ষই মানুষের সঙ্গে ছিনিমিনি খেলেছে ৷ অমিতের কথায়, "বামপন্থীরা অপরাধী ৷ আর কংগ্রেস দুর্নীতিগ্রস্ত ৷ এই রাজ্যের মানুষের সঙ্গে তারা ছিনিমিনি খেলেছে ৷ আপনারা এক কাজ করুন, বামপন্থীদের 30 বছরের, কংগ্রেসের 15 বছরের এবং বিজেপির 5 বছরের শাসনের মধ্যে তুলনা করুন ৷ তাহলেই আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ৷ বামপন্থী আর কংগ্রেসীরা দুর্নীতি করতেই ব্যস্ত থাকেন ৷ তাই আজ দুই পক্ষ ফের একজোট হয়েছে ৷ কিন্তু, বিজেপির বিরুদ্ধে কেউ একটিও অভিযোগ তুলতে পারবে না ৷ বিজেপি মোদিজির নেতৃত্বে স্বচ্ছভাবে সরকার পরিচালনা করে ৷ এই সরকার কেবলমাত্র গরিবের কল্যাণের কথা ভাবে ৷"
2018 সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপির স্লোগান ছিল, 'চলো পালটাই' ৷ এদিন সেই প্রসঙ্গে অমিত শাহ বলেন, 2018 সালে যে স্লোগান তোলা হয়েছিল, তা শুধুমাত্র সরকার বদলের জন্য তোলা হয়নি ৷ ত্রিপুরার পরিস্থিতিতে সামগ্রিক বদল আনতেই এই স্লোগান তোলা হয়েছিল ৷ ত্রিপুরায় ব্য়াপক উন্নয়নের স্বার্থে এই স্লোগান তোলা হয়েছিল ৷ অমিতের দাবি, বিজেপি যে প্রতিশ্রুতি ত্রিপুরাবাসীকে দিয়েছিল, গত 5 বছরে তা কার্যকর করতে সর্বদা সচেষ্ট থেকেছে রাজ্য়ের সরকার ৷ তাই ফের একবার বিজেপিকেই ক্ষমতায় ফেরানোর আবেদন জানিয়েছেন তিনি ৷