সাজা (ছত্তিশগড়), 15 নভেম্বর: সাজায় বিজেপি প্রার্থী ঈশ্বর সাহুর সমর্থনে প্রচার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার অমিত শাহ সেই কেন্দ্রে দাঁড়িয়ে বলেন, "ছত্তিশগড়ে প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে ৷ এখানে ভূপেশ কাকা নিশ্চিহ্ন হয়ে গেছে। ছত্তিশগড়ে পদ্মফুল ফুটতে চলেছে।" একই সঙ্গে, রাজ্যের বর্তমান কংগ্রেস সরকারকে কটাক্ষ করে শাহ বলেন, "সাট্টাবাজরা বলছে সাট্টাবাজি ভূপেশ সরকার যাচ্ছে।"
এদিন কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন অমিত শাহ ৷ তিনি বলেন, "ঈশ্বর সাহু ন্যায়ের প্রতীক।" প্রার্থীর কেন্দ্রে দাঁড়িয়ে শাহ অভিযোগের সুরে বলেন, "ঈশ্বর সাহুর ছেলেকে খুন করা হয়েছে।" শাহ আরও বলেন, "ভূনেশ্বর সাহুকে ন্যায়বিচার দেওয়া আমাদের দায়িত্ব। কাউকে আইন নিয়ে খেলতে দেওয়া হবে না। ছত্তিশগড়ে এমন কতজন ভুনেশ্বর সাহু শহিদ হয়েছে কেউ জানে না। এখন ভূপেশ সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। যে ব্যক্তি ভুনেশ্বর সাহুকে হত্যা করেছে তাকে গারদে পাঠানো হবেই। বেমেটারা লাভ জিহাদের কেন্দ্রে পরিণত হয়েছে আর সরকার কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে।''
অমিত শাহ দাবি করে জানান, বিজেপির সরকার গঠিত হলে এখানে কেউ লাভ জিহাদ করার সাহস পাবে না। তাঁর কথায়, "ছত্তিশগড় সরকার শিক্ষার কেন্দ্রকে বাজির কেন্দ্রে পরিণত করেছে। মহাদেবকেও অপমান করা হয়েছে।" অমিত শাহ বলেন, "কংগ্রেস অনগ্রসর শ্রেণীকে সাংবিধানিক স্বীকৃতি দেয়নি ৷ কংগ্রেস সর্বদা অনগ্রসর শ্রেণীকে অপমান করেছে।" সাহু ও কুর্মি সম্প্রদায়কে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন শাহ। তিনি বলেন, "বিজেপি প্রথমবার দেশকে খুব পিছিয়ে পড়া সম্প্রদায়ের একজন প্রধানমন্ত্রী দিয়েছে। মোদি মন্ত্রিসভার 27 জন মন্ত্রী পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি। 303 জন সংসদ সদস্যের মধ্যে প্রায় 100 জন পিছিয়ে পড়া সম্প্রদায়ের। আর রাহুল গান্ধি ওবিসি সম্প্রদায়কে গালি দিচ্ছেন।"
অমিত শাহ কংগ্রেস সরকারকে কটাক্ষ করে বলেন, "ভুপেশ বাঘেল প্রিপেইড মুখ্যমন্ত্রী ৷ যত বেশি ঘুষ, তত বেশি কাজ ৷" কংগ্রেসের ইস্তেহারকে কটাক্ষ করে শাহ বলেন, "যার নিজের কোনও গ্যারান্টি নেই, তারা আবার কী গ্যারান্টি দেবে ? ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী একজন প্রিপেইড মুখ্যমন্ত্রী। আপনি যত বেশি ঘুষ দেবেন, তত বেশি কাজ পাবেন।'' তিনি আরও অভিযোগ করে বলেন, "ভূপেশ বাঘেল সরকার কোটি টাকার কেলেঙ্কারি করেছে ৷ আর ছত্তিশগড়কে কংগ্রেসের এটিএমে পরিণত করেছে।"