গুয়াহাটি, 26 ডিসেম্বর : দুদিনের সফরে অসম এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । গতকাল রাতে গুয়াহাটি পৌঁছান । টুইটারে গুয়াহাটি পৌঁছানোর কথা জানিয়ে অসমের মানুষকে ধন্যবাদ জানান তাঁকে উষ্ণ অভ্যর্থনার জন্য । অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তাঁকে স্বাগত জানানোর জন্য গুয়াহাটি বিমানবন্দরে উপস্থিত ছিলেন ।
অসমের মুখ্যমন্ত্রী টুইটে অমিত শাহকে রাজ্যে স্বাগত জানান এবং অসমে স্বরাষ্ট্রমন্ত্রী যে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করতে এসেছেন তার জন্য অগ্রিম ধন্যবাদ জানান অসমবাসীর তরফ থেকে ।
আরও পড়ুন : কিষাণ নিধি : কাদের অ্যাকাউন্টে ৬ হাজার, কীভাবে ?
গতকাল অমিত শাহকে অভ্যর্থনা জানানোর জন্য গোপীনাথ বোরদোলাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে লোকশিল্পীরা উপস্থিত ছিলেন । উপস্থিত ছিলেন সাধারণ মানুষও। আজ অসম দর্শন অনুষ্ঠানে আট হাজার নামঘর তৈরির জন্য আর্থিক সহায়তা তুলে দেবেন অমিত শাহ । সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র হিসেবে "বাতদ্রব থান" উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থান করবেন । এছাড়াও অসমে তিনি 9টি আইন কলেজ এবং গুয়াহাটিতে একটি মেডিকেল কলেজেরও শিলান্যাস করবেন ।
আগামীকাল ইম্ফলের এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চুরাচাঁদপুর মেডিকেল কলেজ, ইম্ফলের গেস্ট হাউজ়, মণিপুর ভবন, আইআইটি মুওংখংয়ের শিলান্যাস করবেন।