পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amit Shah Appeals: মণিপুরের জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ শাহের - শান্তি ফেরাতেও বারবার তদ্বির

অমিত শাহ হুঁশিয়ারি দিয়েছিলেন, পুলিশি অভিযানে যাদের থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শান্তি ফেরাতেও বারবার তদ্বির করেছিলেন শাহ ৷ তারপরও উন্নতি হয়নি মণিপুরের অবস্থার !

Etv Bharat
অমিত শাহ

By

Published : Jun 4, 2023, 6:53 PM IST

নয়াদিল্লি, 4 জুন: নতুন করে অশান্ত হয়ে উঠেছে মণিপুর ! সম্প্রতি মণিপুরের ঘটনা সরেজমিনে দেখে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শরণার্থী শিবিরে গিয়ে দেখা করেছিলেন সেখানকার একধিক জনজাতি গোষ্ঠীর মানুষের সঙ্গে ৷ কিন্তু তারপরও যে পরিস্থিতির উন্নতি হয়নি তা রবিবার খোদ অমিত শাহের টুইটেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷ জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নিতে টুইটে রাজ্যের মানুষকে অনুরোধ শাহের ৷

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার মণিপুরের জনগণকে ইম্ফল-ডিমাপুর জাতীয় সড়ক-2 থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন করেছেন ৷ যাতে খাদ্য সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলি সংঘর্ষে আক্রান্ত প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দিতে পারে রাজ্য সরকার। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছেন, "মণিপুরের জনগণের কাছে আমার আন্তরিক আবেদন, ইম্ফল-ডিমাপুর জাতীয় সড়ক-2 হাইওয়ে থেকে অবরোধ তুলে নেওয়া হোক ৷ যাতে খাদ্য, ওষুধ, পেট্রোল, ডিজেল, জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলি জনগণের কাছে পৌঁছে যেতে পারে ৷ আমি নাগরিক সমাজের সংগঠনগুলিকে ঐক্যমতে আসার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করারও অনুরোধ করছি ৷"

তিনি আরও লিখেছেন, "একসঙ্গে আমরা এই সুন্দর রাজ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে পারি ৷" শাহ সম্প্রতি পরিস্থিতি পর্যালোচনা করতে মণিপুরে চার দিনের সফরে গিয়েছিলেন ৷ সফরকালীন রাজ্যে শান্তি পুনরুদ্ধার করার জন্য বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধিদের পাশাপাশি সেনা এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গেও পৃথক পৃথক বৈঠক করেন ৷ তাঁর সফরের শেষদিন অমিত শাহ মণিপুরের সব সম্প্রদায় এবং সমাজের অংশগুলিতে শান্তি বজায় রাখতে এবং সমস্যা সমাধানে আলোচনায় বসারও আহ্বান করেছিলেন ৷ সম্প্রীতির প্রচারের পাশাপাশি পুলিশের কাছে সংঘর্ষে লিপ্ত গোষ্ঠীগুলিকে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে বলেও সাফ জানিয়েছিলেন শাহ।

আরও পড়ুন:আহতদের জরুরি পরিষেবা দিতে ভুবনেশ্বরে দিল্লি এইমসের চিকিৎসক দল

অমিত শাহ মণিপুরে বসেই কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন, যে পুলিশের চিরুনি তল্লাশি অভিযানের সময় যাদের থেকে অস্ত্র পাওয়া উদ্ধার হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে, জনগণকে গুজবে কান না-দেওয়ার এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্যও আবেদন করেছিলেন তিনি। এদিকে, মণিপুর সরকারের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং শনিবার জানিয়েছেন, যে জাতিগত সংঘর্ষ এবং হিংসাত্মক ঘটনার পর রাজ্যে শান্তি ফিরে আসছে ধীরে ধীরে এবং স্বাভাবিকতা পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে। পুলিশের দাবি, মণিপুরে শান্তি প্রচেষ্টা চলছে সুশীল সমাজের লোকজনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে। রাজ্যে শান্তি ফিরে আসছে এবং স্বাভাবিকতা ফিরিয়ে আনা হচ্ছে বলেও দাবি করেছে সে রাজ্যের সরকার। গত 24 ঘণ্টায় মণিপুরে গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। এছাড়া অসম রাইফেলস-সহ যৌথ নিরাপত্তা বাহিনীও মোতায়েন রয়েছে রাজ্যের বিভিন্ন উপদ্রুত এলাকায়। গত 24 ঘণ্টায় একাধিক অভিযানে 35টি অস্ত্র এবং 88টি বোমা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে রাজ্য পুলিশ-প্রশাসন ৷

ABOUT THE AUTHOR

...view details