গুয়াহাটি, 25 মে:ফের একবার মণিপুরের জনগণকে শান্তি বজায় রাখার জন্য আবেদন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেই সঙ্গে, বৃহস্পতিবার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সমাজের সব অংশের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে। অমিত শাহ এদিন কামরূপ জেলার চাংসারি এলাকায় ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটির (এনএফএসইউ) দশম জাতীয় ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ৷ আর সেই অনুষ্ঠানেই তিনি স্পষ্টতই জানান, যাবতীয় বিরোধ সমাধানে উত্তর-পূর্ব রাজ্য পরিদর্শনে যাবেন।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি দ্রুত মণিপুরে যাবেন ৷ কিন্তু সেখানে আগে শান্তি প্রতিষ্ঠা করা আবশ্যক বলে সাফ জানিয়েছেন শাহ ৷ তিনি বলেন, "আমি শীঘ্রই মণিপুরে যাব ৷ সেখানে তিন দিন থাকব, তবে তার আগে উভয় গোষ্ঠীকে নিজেদের মধ্যে অবিশ্বাস ও সন্দেহ দূর করে রাজ্যে শান্তি পুনরুদ্ধারের বিষয়টি নিশ্চিত করতে হবে ৷" পাশাপাশি রাজ্যে সংঘর্ষে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের সকলকে ন্যায়বিচার দেওয়া হবে তা কেন্দ্র নিশ্চিত করবে ৷ কিন্তু সেক্ষেত্রে রাজ্যের মানুষের সঙ্গে কথা বলাও জরুরি বলেও জানান শাহ ৷ তাঁর কথায়, "রাজ্যে শান্তি নিশ্চিত করতে জনগণের সঙ্গে অবশ্যই কথা বলতে হবে ৷"
এনএফএসইউ ক্যাম্পাস স্থাপনের কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এখানে উত্তীর্ণ সমস্ত শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে। তিনি যোগ করেন, "কেন্দ্র আইনগত পরিবর্তন আনার পরিকল্পনা করছে, যাতে ছয় বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে এমন অপরাধের জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের দ্বারা সাইট ভিজিট বাধ্যতামূলক করতে হবে ৷"