পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amit Shah: লোকসভায় ভাষণে বাধা পেয়ে সৌগতর উপর ক্রুদ্ধ অমিত শাহ - তৃণমূল কংগ্রেস

বুধবার লোকসভায় (Lok Sabha) দেশে মাদকের অপব্যবহার ও এর বিরুদ্ধে সরকারের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহ (Amit Shah) ভাষণের সময় বাধা পান৷ এর জেরে তিনি ক্ষোভও প্রকাশ করেন ৷

Amit Shah
অমিত শাহ

By

Published : Dec 21, 2022, 7:04 PM IST

Updated : Dec 21, 2022, 7:29 PM IST

লোকসভায় ক্ষোভ প্রকাশ অমিত শাহের

নয়াদিল্লি, 21 ডিসেম্বর: লোকসভায় (Lok Sabha) ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ তাঁর ভাষণের সময় বাধা দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন ৷ রীতিমতো ক্রুদ্ধ হয়ে তিনি তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ সৌগত রায়কে (Saugata Roy) তাঁকে বাধা না দেওয়ার জন্য বলেন ৷

বুধবার সংসদের নিম্নকক্ষে ঘটনাটি ঘটে ৷ এদিন সেখানে দেশে মাদকের অপব্যবহার ও এর বিরুদ্ধে সরকারের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয় লোকসভায় ৷ সব শেষে এই নিয়ে বলতে ওঠেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেই সময়ও দমদমের সাংসদের উপর তাঁকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ৷

এদিন দুপুর 2টো নাগাদ লোকসভায় এই ইস্যুতে নিজের বক্তব্য রাখতে ওঠেন অমিত শাহ ৷ মিনিট দশেক বক্তব্য রাখার পর আচমকাই বিরোধী বেঞ্চ থেকে বর্ষীয়ান সাংসদ সৌগত রায় কিছু বলেন ৷ যেটা শুনে ভাষণ থামিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেই সময় তাঁকে দৃশ্যতই ক্ষুব্ধ দেখাচ্ছিল ৷

সৌগত রায়ের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘দাদা আপনার যদি ভাষণ দিতে হয়, তাহলে আমি বসে যাচ্ছি ৷ 10 মিনিট বলুন ৷ এত বর্ষীয়ান সাংসদ হয়ে মাঝখানে বাধা দেওয়া না আপনার বয়সের জন্য ভালো, না আপনার সিনিয়রিটির জন্য ভালো ৷ আমি বসে যাচ্ছি ৷ আপনি 10 মিনিট ভাষণ দিন 10 মিনিট ৷’’

এই বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজের আসনে বসে পড়েন ৷ ফলে হট্টগোল শুরু হয় লোকসভায় ৷ ট্রেজারি বেঞ্চ থেকে প্রতিবাদ করা হয় শাহকে বাধা দেওয়ার জন্য ৷ কিন্তু লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তাঁকে ভাষণ চালিয়ে যেতে অনুরোধ করেন ৷

তখন উঠে দাঁড়ান অমিত শাহ ৷ তখনও তিনি সৌগত রায়ের উপর ক্ষুব্ধ ৷ তিনি বলেন, ‘‘প্রতিবার এমন করা উচিত নয় ৷ বিষয়ের গুরুত্ব বুঝলে এমন ভাবে বলতেন না ৷’’ তখন বিরোধী বেঞ্চ থেকেই কেউ (সম্ভবত লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, ‘‘রেগে যাচ্ছেন কেন ?’’ পালটা অমিত শাহ বলেন, ‘‘রেগে যাচ্ছি না ৷ বোঝাচ্ছি ৷’’

সেই সময় হাসিতে ফেটে পড়ে ট্রেজারি বেঞ্চ ৷ হাসতে দেখা যায় সৌগতকেও৷ অমিত শাহ আবার বলেন, ‘‘কখনও কখনও বড়দেরও বোঝাতে হয় ৷’’ তার পর ওই বিতর্ক সেখানে থেমে যায় ৷ আবার ভাষণ শুরু করেন অমিত শাহ ৷

যদিও মুহূর্তের মধ্যে এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ গেরুয়া শিবিরের অনেকেই এই ভিডিয়ো শেয়ার করেন ৷ প্রত্যেকেরই বক্তব্য, অমিত শাহের ভাষণ থামিয়ে দিলে কী হতে পারে, তা আজ লোকসভায় দেখা গেল ৷

আরও পড়ুন:উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও বুলডোজার চলবে, হুঁশিয়ারি শুভেন্দুর

Last Updated : Dec 21, 2022, 7:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details