নয়াদিল্লি, 26 মে: নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস-সহ অধিকাংশ বিরোধী দল ৷ এই নিয়ে এ বার কংগ্রেসের বিরুদ্ধে পালটা আক্রমণ শানাল বিজেপি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ইতিহাসকে টেনে এনে সাঁড়াশি আক্রমণে বিদ্ধ করেছেন কংগ্রেসকে ৷ তাঁদের অভিযোগ, দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে অপমান করছে কংগ্রেস ৷
শুক্রবার সকালে প্রায় একই সময়ে এই প্রসঙ্গে টুইট করে কংগ্রেসের বিরুদ্ধে দ্বিমুখী আক্রমণ শানান অমিত শাহ ও জেপি নাড্ডা ৷ অমিত শাহ তাঁর টুইটে লেখেন, "কেন কংগ্রেস দল ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে এত ঘৃণা করে ? তামিলনাড়ুর একটি পবিত্র শৈব মঠ পণ্ডিত নেহরুকে ভারতের স্বাধীনতার প্রতীক হিসেবে একটি পবিত্র সেঙ্গল উপহার দিয়েছিল, কিন্তু এটিকে 'হাঁটার লাঠি' হিসেবে একটি জাদুঘরে সরিয়ে দেওয়া হয়েছিল ।"
এই দাবি করার পাশাপাশি অমিত শাহ লেখেন যে, এ বার আরও লজ্জাজনক ভাবে অপমান করল কংগ্রেস । একটি পবিত্র শৈব মঠ তিরুভাদুথুরাই আধিনম নিজেরাই ভারতের স্বাধীনতার সময় সেঙ্গলের গুরুত্ব সম্পর্কে কথা বলেছেন । অধীনমের সেই ইতিহাসকে বোগাস বলছে কংগ্রেস ! কংগ্রেসকে তাদের আচরণ সম্পর্কে ভাবতে হবে বলে মন্তব্য করেন শাহ ।