পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Shah-Nadda Attack Congress: নতুন সংসদ ভবন উদ্বোধন বয়কট নিয়ে কংগ্রেসকে সাঁড়াশি আক্রমণ শাহ-নাড্ডার, খোঁচা পরিবারতন্ত্রের - Shah Nadda Attack Congress

নতুন সংসদ ভবন উদ্বোধন বয়কট করায় কংগ্রেসকে সাঁড়াশি আক্রমণে বিদ্ধ করলেন অমিত শাহ ও জেপি নাড্ডা ৷ এ প্রসঙ্গে ফের কংগ্রেসের দিকে পরিবারতন্ত্র নিয়ে আঙুল তোলা হল ৷

Shah-Nadda Slams Congress
নাড্ডা-শাহ

By

Published : May 26, 2023, 1:10 PM IST

নয়াদিল্লি, 26 মে: নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস-সহ অধিকাংশ বিরোধী দল ৷ এই নিয়ে এ বার কংগ্রেসের বিরুদ্ধে পালটা আক্রমণ শানাল বিজেপি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ইতিহাসকে টেনে এনে সাঁড়াশি আক্রমণে বিদ্ধ করেছেন কংগ্রেসকে ৷ তাঁদের অভিযোগ, দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে অপমান করছে কংগ্রেস ৷

শুক্রবার সকালে প্রায় একই সময়ে এই প্রসঙ্গে টুইট করে কংগ্রেসের বিরুদ্ধে দ্বিমুখী আক্রমণ শানান অমিত শাহ ও জেপি নাড্ডা ৷ অমিত শাহ তাঁর টুইটে লেখেন, "কেন কংগ্রেস দল ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে এত ঘৃণা করে ? তামিলনাড়ুর একটি পবিত্র শৈব মঠ পণ্ডিত নেহরুকে ভারতের স্বাধীনতার প্রতীক হিসেবে একটি পবিত্র সেঙ্গল উপহার দিয়েছিল, কিন্তু এটিকে 'হাঁটার লাঠি' হিসেবে একটি জাদুঘরে সরিয়ে দেওয়া হয়েছিল ।"

এই দাবি করার পাশাপাশি অমিত শাহ লেখেন যে, এ বার আরও লজ্জাজনক ভাবে অপমান করল কংগ্রেস । একটি পবিত্র শৈব মঠ তিরুভাদুথুরাই আধিনম নিজেরাই ভারতের স্বাধীনতার সময় সেঙ্গলের গুরুত্ব সম্পর্কে কথা বলেছেন । অধীনমের সেই ইতিহাসকে বোগাস বলছে কংগ্রেস ! কংগ্রেসকে তাদের আচরণ সম্পর্কে ভাবতে হবে বলে মন্তব্য করেন শাহ ।

এ দিকে, এ প্রসঙ্গে কংগ্রেসকে বিঁধতে গিয়ে ফের পরিবারতন্ত্র ইস্যুকে উসকে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ এ দিন তিনি টুইটে লিখেছেন, "নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কটকারী অধিকাংশ দলের একে-অপরের সঙ্গে কী সম্পর্ক রয়েছে ? উত্তরটি সহজ - তারা সবাই পরিবারতন্ত্রের দ্বারা চালিত রাজনৈতিক দল ৷ যাদের রাজতন্ত্রের পদ্ধতিগুলি আমাদের সংবিধানের প্রজাতন্ত্র ও গণতন্ত্রের নীতিগুলির সম্পূর্ণ বিরোধী ।"

গান্ধি পরিবারের দিকে আঙুল তুলে নাড্ডা লিখেছেন, এই পরিবারতন্ত্রের দলগুলি, বিশেষ করে কংগ্রেস ও নেহরু-গান্ধি পরিবার, একটি সাধারণ সত্য হজম করতে অক্ষম যে, ভারতের জনগণ তাদের বিশ্বাস স্থাপন করেছে একজন নম্র পটভূমিতে থাকা মানুষের উপর । পরিবারতন্ত্রের অভিজাত মানসিকতা তাদের যুক্তি দিয়ে চিন্তাভাবনায় বাধা দিচ্ছে বলে তোপ দেগেছেন নাড্ডা ৷ তিনি আরও বলেন যে, ভারতের মানুষ দেখছে এই দলগুলি কীভাবে রাজনীতিকে দেশের ঊর্ধ্বে রাখছে । এই দলগুলিকে আবারও জনগণ তাদের দলীয় রাজনীতির জন্য শাস্তি দেবে বলে দাবি করেছেন জেপি নাড্ডা ৷

আরও পড়ুন:'মোদির দূরদর্শিতার প্রমাণ নয়া সংসদ ভবন', বিরোধীদের অনুষ্ঠান বয়কটকে গুরুত্বই দিলেন না অমিত শাহ

ABOUT THE AUTHOR

...view details