দিল্লি, 13 ফেব্রুয়ারি : লোকসভায় সামনাসামনি তরজায় জড়িয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন যে সংসদের নিয়ম ভাঙছেন কংগ্রেস সাংসদ৷ তারই পালটা বলেন অধীর চৌধুরী৷ এই নিয়ে সরকার ও বিরোধী পক্ষের এই দুই নেতার মধ্যে বাদানুবাদ হয়৷
শনিবার লোকসভায় পেশ করা হয় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধন) বিল৷ তা নিয়ে সরকার ও বিরোধী পক্ষের সবাই বক্তব্য পেশ করেন সংসদের নিম্নকক্ষে৷ সেই আলোচনার শুরু হয় বিরোধী পক্ষের অধীর চৌধুরীকে দিয়ে৷ আর শেষ হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতা দিয়ে৷
অমিত শাহের বক্তব্য শেষ হতেই এই বিল নিয়ে কিছু আপত্তি তোলেন অধীর৷ তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী বোঝাতে চাইছেন জম্মু-কাশ্মীরকে ভালো করে গড়ে তোলা হচ্ছে৷ তাছাড়া তাঁর ভাষণের মধ্যে যে রাজ্যগুলিতে ভোট হতে চলেছে, তারও ঝলক রয়েছে৷
এই সময় অধীরকে থামিয়ে দিয়ে অমিত শাহ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার উদ্দেশ্যে জানান যে এটা নিয়মের বিরুদ্ধ৷ কারণ, অধীর চৌধুরী এই বিল নিয়ে আগেই বলেছেন৷ তাই তাঁর ভাষণ নিয়ে কিছু বলার থাকলে, বলতে পারেন৷ বিল নিয়ে আপত্তি তুলে নিয়ম মানছেন না অধীর৷ যদিও বহরমপুর সাংসদের দাবি, তিনি নিয়ম মেনেই যা বলার বলছেন৷
পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, সর্বদলীয় প্রতিনিধি দলকে জম্মু-কাশ্মীরে কেন যেতে দিচ্ছে সরকার? অথচ ইউরোপ থেকে দল আসছে৷ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা যাচ্ছেন৷ এর পালটা অমিত শাহ জানান, জম্মু-কাশ্মীরে সর্বদলীয় প্রতিনিধি যাওয়া নিয়ে সরকারের কোনও আপত্তি নেই৷ কিন্তু সেখানে গিয়ে কেউ কেউ উস্কানি ছড়াতে পারে, সেই আশঙ্কা করেই যেতে দেওয়া হচ্ছে না৷
আরও পড়ুন :সঠিক সময় রাজ্যের মর্যাদা পাবে জম্মু-কাশ্মীর : অমিত শাহ
এর আগে অধীর চৌধুরী এই সংশোধনী বিল নিয়ে একাধিক আপত্তির কথা তোলেন৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন জম্মু-কাশ্মীর নিয়ে৷ তখন তিনি বলেন, ‘‘370 ধারা তুলে নেওয়ার পর আপনারা যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন সফল হয়নি৷’’