নয়াদিল্লি, 29 মে:নতুন সংসদ ভবনের সামনে রবিবার বিক্ষোভ অভিযানে নেমেছিলেন ভারতের তাবড় কুস্তিগীররা। কিন্তু, তার আগেই আটক করা আন্দোলনরত কুস্তিগীরদের। যদিও তাঁদের রাতে ছেড়ে দেওয়া হয় ৷ কুস্তিগীরদের দিল্লি পুলিশের তরফে হেনস্থা নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি একটি টুইট করেন। তাতে তিনি পুলিশের আচরণের তীব্র নিন্দা জানিয়ে কুস্তিগীরদের পাশে রয়েছেন বলে জানান ৷ এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইটের পালটা দিয়েছেন বিজেপির আইট সেলের প্রধান অমিত মালব্য ৷ তিনি টুইটে লেখেন, মুখ্যমন্ত্রী আগে পশ্চিমবঙ্গের ডিএ আন্দোলনকারীদের সমস্যা সমাধানে মননিবেশ করা উচিত ৷
মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দুপুরে টুইটে লেখেন, "দিল্লি পুলিশ যেভাবে সাক্ষী মালিক, ভিনেশ ফোগত এবং অন্যান্য কুস্তিগীরদের সঙ্গে আচরণ করেছে তা অত্যন্ত নিন্দাজনক। আমাদের চ্যাম্পিয়নদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক।" মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, "পুলিশ যাতে অবিলম্বে তাঁদের মুক্ত করে সেই দাবি জানাচ্ছি। আমরা আমাদের কুস্তিগীরদের সঙ্গে রয়েছি।" এর পালটা অমিত মালব্য টুইটে লেখেন, "সবচেয়ে ভালো হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গে সরকারি কর্মীদের ডিএ নিয়ে যে সসম্যা তা সমাধান করেন ৷ ওই ডিএ আন্দোলনকারীরা তাঁদের দাবিতে 122 দিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করছেন ৷ মোট 10 লক্ষ সরকারি কর্মী এতে ক্ষতিগ্রস্থ হয়েছেন ৷ তাই তাঁর সেদিকে মনোনিবেশ করা উচিত ৷"