পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amit over Rahul: 'ক্যাথলিক মা-পার্সি বাবার ছেলে হিন্দু ?' রাহুল গান্ধিকে নিয়ে টুইট মালব্যর - রাহুল গান্ধি কি আদৌ হিন্দু

মধ্যপ্রদেশের ওমকারেশ্বর মন্দিরে গিয়ে আরতি করেন রাহুল গান্ধি ৷ কিন্তু তিনি কি আদৌ হিন্দু ? প্রশ্ন অমিত মালব্যর (Amit Malviya over Rahul Gandhi) ৷

Rahul Gandhi
ETV Bharat

By

Published : Nov 27, 2022, 12:20 PM IST

Updated : Nov 27, 2022, 12:43 PM IST

নয়াদিল্লি, 27 নভেম্বর: রাহুল গান্ধি কি আদৌ হিন্দু ? প্রশ্ন তুলে আক্রমণ করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ সম্প্রতি ভারত জোড়ো যাত্রায় মধ্যপ্রদেশের ওমকারেশ্বর মন্দিরে গিয়ে আরতি করেছেন রাহুল ৷ সেই ছবি, ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (Amit Malviya tweets over Rahul Gandhi's Hindu credentials) ৷

এই ঘটনায় অমিতের টুইট, "ক্যাথলিক মা এবং পার্সি বাবার ছেলেকে হিন্দু বলে প্রমাণ করতে কংগ্রেস এত হুড়োহুড়ি করছে কেন ?" এখানে ফের হিন্দু ধর্মের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, "ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ৷ সেই জন্য ভোট পেতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস ? কংগ্রেসের সংখ্যালঘু রাজনীতিতে কি আর লাভ হচ্ছে না ?" এরপর তিনি লেখেন, "হিন্দুদের বোকা বানানো বন্ধ করুন" ৷

ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) শুক্রবার মধ্যপ্রদেশ পৌঁছন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ সেদিন বিকেলে 12টি জ্যোতির্লিঙ্গের (12 Jyotirlingas) অন্যতম ওমকারেশ্বরে পুজো দেন ৷ নর্মদা নদীর (Narmada) তীরে আরতি সারেন কংগ্রেস নেতা ৷ তাঁর সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা ৷ তিনিও এখন ভারত জোড়ো যাত্রায় দাদার সঙ্গে পা মিলিয়েছেন ৷ কংগ্রেসের পক্ষ থেকে, এমনকী রাহুল গান্ধিও নর্মদার তীরে এই ভিডিয়ো শেয়ার করেন ৷

আরও পড়ুন: মধ্যপ্রদেশে ভারত জোড়ো যাত্রায় হাঁটলেন প্রিয়াঙ্কা

টুইট করে রাহুল লেখেন, "শিব ত্যাগ, আর তপ, করুণা তিনি, আর রুদ্রও/অনাদি আর অনন্ত ৷ আজ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটিতে ভগবান ওমকারেশ্বর মন্দিরে আরাধনা করলাম ৷ তার সঙ্গে নর্মদায় আরতি করার সৌভাগ্যও হল ৷ হর হর নর্মদে । হর হর মহাদেব ৷"

তবে এই ভিডিয়ো পোস্টের পরে নেটিজেনরা রাহুলের পাশাপাশি নরেন্দ্র মোদির আরতি করার ভিডিয়ো পোস্ট করে দু'জন এবং বিজেপি-কংগ্রেসের মধ্যে তুলনা টানেন ৷ 2024-এর নির্বাচনের আগে হিন্দুদের মন জয় করতে কংগ্রেসও কি হিন্দুত্বকেই বেছে নিল ? আর ঠিক এই কারণেই ওমকারেশ্বরে পুজো দেওয়া, নর্মদায় আরতি করা নিয়ে বিজেপিও পালটা আক্রমণ করেছে রাহুল গান্ধিকে ৷

এবছর অগস্টের শুরুতে রাহুল গান্ধি একটি টুইটে জানান তিনি লিঙ্গায়ত ধর্মগুরুর কাছে দীক্ষা পেয়েছেন (Rahul Gandhi receives Ishtalinga Deekshe) ৷ তিনি লিখেছিলেন, "এটা খুবই সৌভাগ্যের বিষয়, আমি শ্রীজগদগুরু মুরুঘরাজেন্দ্র বিদ্যাপীঠে গিয়েছিলাম ৷ সেখানে ডঃ শ্রী শিবামূর্তি মুরুঘা শারানারুর কাছ থেকে ইষ্টলিঙ্গ দীক্ষা পেয়েছি ৷" রাহুল গুরু বাসবান্নার শিক্ষার কথা উল্লেখ করেন, "গুরু বাসবান্নার শিক্ষা চিরন্তন ৷ মঠের শারাণারুর কাছ থেকে আরও অনেক কিছু জানতে পারলাম, মাথা নত হয়ে আসছে ৷"

আরও পড়ুন: 'ভারত জোড়ো যাত্রা'য় রাহুলের পাশে হাঁটলেন মুনমুন-কন্যা

Last Updated : Nov 27, 2022, 12:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details