পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Israel-Palestine Conflict: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়া মেদিনীপুরের সৌদ্র দেশে ফিরে উচ্ছ্বসিত - যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল

First Batch of Indians Return Safely to India from Israel: মেদিনীপুর সৌদ্র সামন্ত ৷ পড়তে গিয়েছিলেন ইজরায়েলে ৷ শুক্রবার ভারতের ‘অপারেশন অজয়’-এর মাধ্যমে তিনি নয়াদিল্লিতে ফিরেছেন ৷ দেশে ফিরতে পেরে তিনি খুশি ৷

Israel-Palestine Conflict
Israel-Palestine Conflict

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 8:24 PM IST

নয়াদিল্লি, 13 অক্টোবর: ইজরায়েল-হামাসের যুদ্ধের জেরে সেখানে আটকে পড়েছিলেন মেদিনীপুরের বাসিন্দা সৌদ্র সামন্ত ৷ শুক্রবার তিনি দেশে ফিরেছেন ৷ যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে ‘অপারেশন অজয়’ শুরু করেছে সরকার ৷ সেই মিশনের প্রথম দফায় একটি বিমান শুক্রবার নয়াদিল্লিতে আসে ৷ সেই বিমানেই এ দিন দেশে ফেরেন সৌদ্র ৷

তিনি দেশে ফিরতে পেরে খুবই আনন্দিত ৷ তিনি বলেন, “তেল আভিভে আমাদের ভারতীয় দূতাবাস একটি লিংক তৈরি করে এবং আমাদের ফর্ম পূরণ করতে বলে । পদ্ধতির একদিন পর, তারা আরেকটি ইমেল পাঠায় এবং আমাদের ভারতে ফিরে আসতে আগ্রহী হলে আরও বিস্তারিত জানাতে বলে । যিনি প্রথম আবেদন করবেন, তিনি সুযোগ পাবেন ৷ এভাবেই তারা আমাদের ফেরার বিষয়টি নিশ্চিত করে ৷’’ সৌদ্র সামন্ত ইজরায়েলের বেরশেবার বেন-গুরিওন ইউনিভার্সিটিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন ৷

অন্যদিকে ইজরায়েলে আটকে পড়েছিলেন মেঘালয় থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ ড. ডব্লিউআর খারলুকি ৷ শুক্রবার তিনি নিরাপদে ভারতে ফিরেছেন বলে তাঁর এক ঘনিষ্ঠ সহযোগী ইটিভি ভারতকে জানিয়েছেন ৷ গত 29 সেপ্টেম্বর ইজরায়েলে তীর্থযাত্রায় গিয়েছিলেন ওই সাংসদ ৷ তাঁর সঙ্গে তাঁর স্ত্রী ও মেয়ে ছিলেন ৷ এছাড়াও মেঘালয়ের আরও 27 জন তীর্থযাত্রী ছিলেন ৷

খারলুকির ওই সহযোগী জানিয়েছে, রাজ্যসভার ওই সাংসদ বেথলেহেমে আটকে পড়েছিলেন ৷ গত 6-7 অক্টোবর তাঁরা ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন ৷ তার পর তাঁদের সেখান থেকে সরিয়ে আনা হয় ৷ সেখান থেকে তাঁকে প্রথমে কায়রো, তার পর মাসকটে পাঠানো হয় ৷ মাসকট থেকেই বিমানে এ দিন তাঁরা নয়াদিল্লিতে পৌঁছেছেন ৷ এর আগে, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছিলেন যে তাঁর রাজ্যের বাসিন্দাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে তাঁরা বিদেশমন্ত্রকের সঙ্গে লাগাতার কথা বলছেন ৷

উল্লেখ্য, এয়ার ইন্ডিয়া এবং অন্যান্য এয়ারলাইন্স ইজরায়েলের সমস্ত বাতিল করার ফলে সেখান থেকে দেশে ফিরতে সমস্যায় পড়েন ভারতীয়রা ৷ কারণ, যুদ্ধবিধ্বস্ত ওই দেশ থেকে অনেকেই ফিরে আসতে চাইছিলেন ৷ সেই কারণেই ভারত সরকার অপারেশন অজয় চালু করেছে ৷ একটি অনুমান অনুসারে, ছাত্র, পেশাদার এবং ব্যবসায়ী-সহ ইজরায়েলে প্রায় 18 হাজার ভারতীয় রয়েছে । 212 জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি বৃহস্পতিবার রাতে ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দর থেকে যাত্রা করে এবং শুক্রবার নয়াদিল্লি পৌঁছয় ।

আরও পড়ুন:ইজরায়েল থেকে নয়াদিল্লিতে নামল বিমান, দেশে ফিরে মোদিকে ধন্যবাদ ভারতীয়দের

ABOUT THE AUTHOR

...view details