নয়াদিল্লি, 13 অক্টোবর: ইজরায়েল-হামাসের যুদ্ধের জেরে সেখানে আটকে পড়েছিলেন মেদিনীপুরের বাসিন্দা সৌদ্র সামন্ত ৷ শুক্রবার তিনি দেশে ফিরেছেন ৷ যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে ‘অপারেশন অজয়’ শুরু করেছে সরকার ৷ সেই মিশনের প্রথম দফায় একটি বিমান শুক্রবার নয়াদিল্লিতে আসে ৷ সেই বিমানেই এ দিন দেশে ফেরেন সৌদ্র ৷
তিনি দেশে ফিরতে পেরে খুবই আনন্দিত ৷ তিনি বলেন, “তেল আভিভে আমাদের ভারতীয় দূতাবাস একটি লিংক তৈরি করে এবং আমাদের ফর্ম পূরণ করতে বলে । পদ্ধতির একদিন পর, তারা আরেকটি ইমেল পাঠায় এবং আমাদের ভারতে ফিরে আসতে আগ্রহী হলে আরও বিস্তারিত জানাতে বলে । যিনি প্রথম আবেদন করবেন, তিনি সুযোগ পাবেন ৷ এভাবেই তারা আমাদের ফেরার বিষয়টি নিশ্চিত করে ৷’’ সৌদ্র সামন্ত ইজরায়েলের বেরশেবার বেন-গুরিওন ইউনিভার্সিটিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন ৷
অন্যদিকে ইজরায়েলে আটকে পড়েছিলেন মেঘালয় থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ ড. ডব্লিউআর খারলুকি ৷ শুক্রবার তিনি নিরাপদে ভারতে ফিরেছেন বলে তাঁর এক ঘনিষ্ঠ সহযোগী ইটিভি ভারতকে জানিয়েছেন ৷ গত 29 সেপ্টেম্বর ইজরায়েলে তীর্থযাত্রায় গিয়েছিলেন ওই সাংসদ ৷ তাঁর সঙ্গে তাঁর স্ত্রী ও মেয়ে ছিলেন ৷ এছাড়াও মেঘালয়ের আরও 27 জন তীর্থযাত্রী ছিলেন ৷