নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি:কর্নাটকের হিজাব বিতর্ক ইতিমধ্যেই দেশজুড়ে সাড়া ফেলেছে । এর মধ্যেই টুইট করে বিতর্ক ছড়ালেন দিল্লির কংগ্রেস নেতা ও উত্তর-পশ্চিম দিল্লির সাংসদ (MP) উদিত রাজ (Congress Leader Udit Raj Tweet) । শনিবারে একটি টুইটে তিনি মহিলাদের জিজ্ঞাসা করেন, মহিলারা শাড়ি ও সালোয়ারের পরিবর্তে জিন্স পরতে চান কি না (Udit Raj Tweet) ?
হিজাব নিয়ে গোটা দেশে বিতর্ক সৃষ্টি হয়েছে । ইতিমধ্যেই কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধি মেয়েদের পোশাক স্বাধীনতা নিয়ে মুখ খুলেছেন (Congress Leader Priyanka Gandhi) । প্রিয়াংকা গান্ধি জানান, মেয়েদের পছন্দ মতো পোশাক পরার স্বাধীনতা আছে । মেয়েরা নিজেরা ঠিক করবে তাদের পোশাক । তার মধ্যেই কংগ্রেস নেতার বিতর্কিত টুইট সোশ্যাল মিডিয়ায় । কংগ্রেস নেতা উদিত রাজ এই টুইটে লেখেন,"আমি আমার লক্ষ কোটি সমর্থকদের জিজ্ঞাসা করছি, তারা কি শাড়ি-সালোয়ারের পরিবর্তে জিনস পরতে চান ('Wear Jeans Instead Of Saris And Salwars)।" কংগ্রেস নেতার শনিবারের এই টুইট ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে ।