পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বার্ড ফ্লু'র সংক্রমণ রুখতে তৎপর সব রাজ্য - অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা

ইতিমধ্যেই একাধিক রাজ্যে বার্ড ফ্লু-তে মৃত্যু হয়েছে একাধিক পাখির । এরপর সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার । তা রুখতে তফর একাধিক রাজ্যও ।

Amid Bird Flu Scare, States Step Up Efforts To Contain Spread
বার্ড ফ্লু সংক্রমণ রোধে তৎপর সব রাজ্য

By

Published : Jan 6, 2021, 12:31 PM IST

দিল্লি, 6 জানুয়ারি: কোরোনা পরিস্থিতির মাঝেই এবার ছড়িয়েছে বার্ড ফ্লু'র আতঙ্ক । ইতিমধ্যেই হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, কেরালা ও রাজস্থানে মৃত পাখিদের শরীরে বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভাইরাস পাওয়া গিয়েছে। আর তার জেরে হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ুতে জারি করা হয়েছে সতর্কতা ।

গত 10 দিনে দেশের পাঁচ থেকে ছ'টি রাজ্যে লক্ষাধিক পাখির মৃত্যু হয়েছে । যার মধ্যে কেরালায় মৃত্যু হয়েছে বিভিন্ন প্রজাতির প্রায় 36 হাজার পাখির । সেই সব পাখির শরীরে এইচ5এন8 বা বার্ড ফ্লু'র ভাইরাস পাওয়া গেছে । যার মধ্যে 12 হাজার হাঁস রয়েছে ।

এই অবস্থায় কেরালায় পোলট্রি ফার্মগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার । হরিয়ানাতেও গত 10 দিনে প্রায় 4 লাখ পোলট্রি ফার্মের পাখি মারা গেছে । তবে সেখানে বার্ড ফ্লু'র কারণেই পাখিদের মৃত্যু হয়েছে কি না তা জানতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

হিমাচল প্রদেশে বার্ড ফ্লুতে মৃত্যুর পর সেখানে পাখির মাংস বিক্রি সহ পোলট্রি ফার্মের সামগ্রী বেচাকেনা বন্ধ করে দেওয়া হয়েছে । কাংরা জেলায় মাছ ও ডিম বিক্রির উপরওজারি করা হয়েছে নিষেধাজ্ঞা । মধ্যপ্রদেশ ও রাজস্থানেও গত কয়েকদিনে শতাধিক কাক ও অন্য পাখির মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে দেশের সব পাখিরালয়গুলিতেও নজরদারি বাড়াতে বলা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details