পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে বাতাসের গুণমান "অত্যন্ত খারাপ"

দিল্লিতে গত তিনদিন ধরে বাতাসের গুণমান অত্যন্ত খারাপ ।

AQI of Delhi is in very poor category
দিল্লিতে গত তিনদিনে বাতাসের গুণমান অত্যন্ত খারাপ

By

Published : Nov 2, 2020, 2:11 PM IST

দিল্লি, 2 নভেম্বর : দিল্লিতে বাতাসের গুণমান ফের অত্যন্ত খারাপ । সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (CPCB) তথ্য অনুযায়ী দিল্লিতে আজ বাতাসের গুণমান অত্যন্ত খারাপ । গত তিনদিন ধরে পরিস্থিতি একরকম রয়েছে ।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের স্বাভাবিক মাত্রা 0 থেকে 50 ৷ 51 থেকে 100-র মধ্যে তা সন্তোষজনক হিসেবে ধরা হয় ৷ 101 থেকে 200-র মধ্যে তা মাঝারি হিসেবে ধরা হয় ৷ 201 থেকে 300-র মধ্যে থাকলে তা খারাপ ও 401 থেকে 500 মধ্যে থাকলে অতি খারাপ হিসেবে ধরা হয় ৷

CPCB-র তথ্য অনুযায়ী, বানাওয়াতে 345, পাটপরগঞ্জে 326 এবং জাহাঙ্গীরপুরিতে 373 AQI রেকর্ড করা হয়েছে । মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ‘গ্রিন দিল্লি’ নামে একটি অ্যাপ চালু করেছেন । কেউ নিয়মভঙ্গ করলে তার বিরুদ্ধে এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ ।

ABOUT THE AUTHOR

...view details