পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Taliban : তালিবানের লুঠ করা মার্কিন সমরাস্ত্র ভারতে থাকা জঙ্গিদের হাতে আসার আশঙ্কা - তালিবান

আফগানিস্তানে থাকা মার্কিন সমরাস্ত্র এখন তালিবানের কব্জায় ৷ সেই অস্ত্র পাকিস্তান হয়ে ভারতে লুকিয়ে থাকা জঙ্গিদের হাতেও চলে আসতে পারে বলে আশঙ্কা ভারতীয় সেনার ৷

american-weapons-looted-by-taliban-likely-to-be-first-used-for-violence-in-pakistan-before-reaching-india-indian-military-officers
Taliban : তালিবানের লুঠ করা মার্কিন সমরাস্ত্র ভারতে থাকা জঙ্গিদের হাতে আসার আশঙ্কা সেনার

By

Published : Aug 24, 2021, 3:37 PM IST

নয়াদিল্লি, 24 অগস্ট : আফগানিস্তানের (Afghanistan) দখল নেওয়ার পাশাপাশি সেদেশে থাকা মার্কিন সমরাস্ত্রও (American Weapon) চলে গিয়েছে তালিবানের (Taliban) কব্জায় ৷ সেই সমরাস্ত্র পাকিস্তান হয়ে ভারতে লুকিয়ে থাকা জঙ্গিদের হাতে চলে আসতে পারে ৷ এমনটাই আশঙ্কা করছেন ভারতীয় সেনার (Indian Army) শীর্ষ আধিকারিকরা ৷ তবে তাঁদের মতে, ওই অস্ত্র আগে পাকিস্তানে হিংসা ছড়ানোর কাজে ব্যবহার করা হবে ৷ তার পর ভারতে ঢুকতে পারে ৷ কিন্তু পরিস্থিতি মোকাবিলায় সেনার যে কড়া নজর রয়েছে, সেই আশ্বাস মিলেছে ওই শীর্ষ আধিকারিকদের কাছ থেকে ৷

আরও পড়ুন :criminal charges : ফৌজদারি মামলায় অভিযুক্ত 363 জনপ্রতিনিধি, তালিকায় বিজেপির 83-তৃণমূলের 25

সংবাদসংস্থা এএনআই-এর সঙ্গে এই নিয়ে কথা বলেছেন সেনার এক শীর্ষ আধিকারিক ৷ তিনি জানিয়েছেন, ছোট অস্ত্রগুলি ইতিমধ্য়েই পাকিস্তানে (Pakistan) চলে এসেছে বলে গোয়েন্দা সূত্র মারফত জানা গিয়েছে ৷ কিন্তু যেভাবে জঙ্গি গোষ্ঠীগুলি তালিবানের জয় নিয়ে উৎসাহিত, তাতে পাকিস্তানের হিংসা ছড়াতে ব্যবহার করা হবে ৷

গত 20 বছরে মার্কিন যুক্তরাষ্ট্র (USA) আফগানিস্তানের সেনাকে সাড়ে ছ’লক্ষের বেশি ছোট আগ্নেয়াস্ত্র দিয়েছে ৷ তার মধ্যে এম-16 ও এম-4 এর মতো অ্যাসল্ট রাইফেলও রয়েছে ৷ তাছাড়া স্টিল কোর বুলেটও দেওয়া হয়েছিল প্রচুর পরিমাণে ৷ সেই সব এখন তালিবানের হাতে ৷

আরও পড়ুন :National Monetization Pipeline : সরকারি সম্পত্তি বেসরকারি হাতে তুলে দিচ্ছে মোদি সরকার, অভিযোগ তৃণমূলের

এছাড়া আফগান সেনা যাতে নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলতে পারে, তার জন্য কিছু সরঞ্জাম দেওয়া হয়েছিল ৷ বুলেটপ্রুফ সরঞ্জামও দেওয়া হয় ৷ তার সঙ্গে দেওয়া হয়েছিল রাতে দেখার চশমা, স্নাইপার রাইফেল ৷ সেসব তালিবানের দখলে চলে গিয়েছে অনেক আগেই ৷ সেই সরঞ্জামও পাকিস্তানের সেনাবাহিনীর হাতে এসে পৌঁছেছে বলে খবর ৷ সেনাবাহিনীর শীর্ষ সূত্র থেকে জানা গিয়েছে যে কাশ্মীর উপত্যকায় (Kashmir Valley) ইতিমধ্যে সতর্কতা শুরু হয়েছে ৷ সেনার জঙ্গি দমন বিরোধী ও অনুপ্রবেশ বিরোধী দলও কাশ্মীর উপত্যকা এবং নিয়ন্ত্রণ রেখায় নজরদারি আরও বাড়িয়েছে ৷

আরও পড়ুন :Militant killed : বারামুল্লায় পুলিশের গুলিতে খতম এক জঙ্গি

সেনার একটি সূত্র বলছে, কাশ্মীর উপত্যকায় যখন পাকিস্তান সন্ত্রাস ছড়াতে শুরু করে, সেই সময় আফগান ও বিদেশি জঙ্গিদের তারা বেশি ব্যবহার করত ৷ সেই জঙ্গিদের বেশিরভাগ সোভিয়েত বিরোধী যুদ্ধে অংশ নিয়েছিল ৷ তাই সেনার শীর্ষ আধিকারিকদের অনেকেরই গত শতাব্দীর নয়ের দশকে আফগান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার অভিজ্ঞতা রয়েছে ৷ তার ভিত্তিতেই ঘটনার ভয়াবহতা আগেই আন্দাজ করতে পারছে ভারতীয় সেনা ৷

পাশাপাশি আফগান জঙ্গিদের নিয়ে চিন্তিত উপত্যকার বাসিন্দারাও ৷ তাঁরাও ভয় পাচ্ছেন ৷ বিশেষ করে মহিলা ও কমবয়সী মেয়েদের উপর তালিবানের অত্যাচার তাঁদের মধ্যে ভয় আরও বাড়িয়েছে ৷ সেই কারণে সেনার কাছে নিরাপত্তা আরও বৃদ্ধি করার আর্জি জানিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন :Two militants killed : ভূ-স্বর্গে খতম লস্কর-ই-তৈবার দুই শীর্ষ কম্যান্ডো, দাবি আইজির

ABOUT THE AUTHOR

...view details