ওয়াশিংটন, 24 জুন: আমেরিকান সঙ্গীতশিল্পী মেরি মিলবেন মঞ্চে গাইলেন ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন ৷ তারপরেই প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী ৷ বিদেশের মাটিতে ভারতীয় ঐতিহ্যকে এইভাবে ফুটে উঠতেই তা নিমেষে ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ সেই ভিডিয়ো অমিত মালব্য থেকে শুরু করে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা শেয়ার করেছেন নিজের সোশাল অ্যাকাউন্টে ৷
যে কোনও আন্তর্তাজিক মঞ্চে যখন দেশের জাতীয় সঙ্গীত বেজে ওঠে তখন ভারতীয় হিসাবে গর্ব করাটাই স্বাভাবিক ৷ মোদির এবারের তিনদিনের আমেরিকা সফর যেন পরতে পরতে তুলে ধরেছে ভারতীয় সংস্কৃতিকেই ৷ শনিবারও এক দারুণ মুহূর্তের সাক্ষী থাকল গোটা দুনিয়া ৷ ওয়াশিংটন ডিসির ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এবং রোনাল্ড রোগান বিল্ডিং-এ নমোর আমেরিকা সফরকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্বে ইউনাইটেড স্টেটস ইন্ডিয়ান কমিউনিটি ফাউন্ডেশন ৷ সেখানেই গানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল প্রখ্যাত সঙ্গীতশিল্পী মেরি মিলবেন-কে ৷
মিলবেন একজন আফ্রিকান-আমেরিকান হলিউড অভিনেত্রী তথা সঙ্গীতশিল্পাী ৷ তিনি মঞ্চে উঠে অনুষ্ঠান শুরু করলেন ভারতীয় সঙ্গীতকে সম্মান জানিয়ে ৷ তাঁর কণ্ঠে মুগ্ধ হয়ে উপস্থিত দর্শকরা শুনলেন ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণমন ও ওম জয় জগদীশ ৷ এর আগে এক সাক্ষাৎকারে মিলবেন বলেছিলেন, তিনি সত্যিই কৃতজ্ঞ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে ভারতীয় সংস্কৃতি তথা বারতীয় সঙ্গীত উপস্থাপন করার সুযোগ পেয়ে ৷ তিনি বলেন, "পরপর চার মার্কিন প্রেসিডেন্টের জন্য আমেরিকান জাতীয় সঙ্গীত এবং দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করার পর প্রধানমন্ত্রী মোদির জন্য ভারতীয় জাতীয় সঙ্গীত পরিবেশন করতে পেরে আমি গভীরভাবে সম্মানিত ৷"