নয়াদিল্লি, 5 মার্চ: ফের মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাবের অভিযোগ উঠল ৷ এবার নিউইয়র্ক-নিউ দিল্লি আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে ঘটনাটি ঘটেছে ৷ এক ব্যক্তি শনিবার পুরুষ সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন বলে অভিযোগ (American Airline flyer urinated on fellow passenger) । এরপরই উড়ান সংস্থা সিদ্ধান্ত নেয় ওই ছাত্রকে আগামিদিনে বিমানে চড়তে দেওয়া হবে না । জানা গিয়েছে, শুক্রবার রাত 9 টা 16 নাগাদ নিউইয়র্ক থেকে একটি উড়ান রওনা দেয় এবং শনিবার রাত 10 টা 12 নাগাদ এখানে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক (IGI) বিমানবন্দরে 14 ঘণ্টা 26 মিনিট পর অবতরণ করে । সেই বিমানে এই ঘটনা ঘটে ৷
বিমানবন্দর সূত্রে খবর, অভিযুক্ত একটি মার্কিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র । তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং ঘুমন্ত অবস্থায় প্রস্রাব করে দেন বলে অভিযোগ । যা তার সহযাত্রীর গায়ের উপর পড়ে ৷ এরপরেই ওই সহযাত্রী বিমানের কর্মীদের কাছে গিয়ে অভিযোগ জানান ৷ তবে ছাত্রটি ক্ষমা চাওয়ায় বিষয়টি ওখানেই মিটমাট হয়ে যায় ৷ অভিযোগকারী পুলিশের দ্বারস্থ হতে চাননি ৷ কারণ অভিযুক্ত একজন ছাত্র ৷ তাই তাঁর ভবিষ্যতকে অনিশ্চয়তার মুখে তিনি ঠেলে দিতে চাননি ওই যাত্রী ৷
তবে বিমান সংস্থা প্রথম থেকেই ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখছিল ৷ ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে (ATC) জানানো হয়েছে । প্রথমে বিমানের কর্মীরা ঘটনাটি সম্পর্কে জানতে পেরে পাইলটকে বিষয়টি জানান ৷ পরে পাইলট এটিসিকে বিষয়টি রিপোর্ট করেন ৷ সিআইএসএফ কর্মীদের আরও সতর্ক করে ৷ তারপর তারা অভিযুক্ত যাত্রীকে দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করে । শেষমেশ কড়া সিদ্ধান্ত নিল উড়ান কর্তৃপক্ষ ।