ভাতকালা, 20 জুলাই: অ্যাম্বুলেন্স দুর্ঘটনার মৃত্যু হল চার জনের ৷ আহত হয়েছেন আরও একজন ৷ কর্নাটকের ভাতকালার শিরুর টোলপ্লাজায় দ্রুত গতিতে আসা অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলে এই দুর্ঘটনা ঘটে (Karnataka ambulance Accident) ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার হোন্নাভারা থেকে কুন্দাপুরার দিকে রোগীদের নিয়ে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল ৷ রাস্তায় একটি টোল গেটের সামনে গতি সামলাতে না-পেরে টোল প্লাজার দেওয়ালে ধাক্কা খেয়ে অ্যাম্বুলেন্সটি উলটে যায় ৷ ঘটনাস্থলেই তিনজন মারা যান ৷ আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে তিনিও মারা যান ৷