মুম্বই, 15 অগস্ট: দেশজুড়ে চলছে স্বাধীনতা দিবস উদযাপন ৷ তার মাঝেই প্রাণনাশের হুমকি পেলেন মুকেশ অম্বানি ৷ অ্যান্টিলিয়ার ঘটনার পর ফের হুমকির মুখে পড়ল অম্বানি পরিবার। সোমবার রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের ডিসপ্লে নম্বরে একটি হুমকিমূলক ফোন আসে । এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষ ডিবি মার্গ থানায় অভিযোগ দায়ের করে । জানা গিয়েছে, মোট 8 বার ফোন করে মুকেশ অম্বানি এবং তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় (Ambani Family threatened again) ৷
এদিন সকাল নাগাদ ফোন আসে হাসপাতালে ৷ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোনে বলেন, তিনঘণ্টার মধ্যে অম্বানি পরিবারের সঙ্গে খুব খারাপ কিছু হতে চলেছে ৷ তা শোনার পরেই থানায় যান হাসপাতাল কর্তৃপক্ষ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফোনে ওই ব্যক্তি উচ্চস্বরে গালিগালাজও করেন ৷ প্রসঙ্গত, এদিন স্ত্রী এবং পৌত্রের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনে মাততে দেখা গিয়েছে দেশের অন্যতম শিল্পপতিকে ৷