পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 10:56 PM IST

ETV Bharat / bharat

গোপনাঙ্গ-সহ শরীরে 30 বার আঘাত! সোশাল মিডিয়ায় জানিয়ে বোনকে নৃশংসভাবে খুন ভাইয়ের

Ambala Murder Case: বোনকে নৃশংসভাবে খুন করল ভাই ৷ তাও বোনকে যে সে খুন করবে তা নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করে ৷ এখানেই শেষ নয়, বোনের গোপনাঙ্গ-সহ শরীরে 30 বারের বেশি ছুরির আঘাত করে 'গুণধর' ভাই ৷ এরপর মন্ত্রীর বাড়িতে গিয়ে আত্মসমর্পণ করে। তারপরই তাকে গ্রেফতার করে পুলিশ ৷ বুধবার তাকে আদালতে পেশ করা হয় ৷ কেন এত নৃশংসতা ? জানতে চলছে তদন্ত ৷

বোনকে নৃশংসভাবে খুন ভাইয়ের
Ambala Murder Case

আম্বালা (হরিয়ানা), 13 ডিসেম্বর: হরিয়ানার আম্বালায় যা ঘটেছে তা শুনলে লোম খাড়া হতে বাধ্য ৷ চরম নৃশংসতা ৷ এই ঘটনা আপনি পড়লে আঁতকে উঠবেন ৷ বোনকে গলার নলি কেটে খুন করল ভাই ৷ শুধু যে এমন ঘটনা তা নয়, বোনের গোপনাঙ্গ-সহ পুরো শরীরে 30 বারের বেশি ছুরির আঘাত করে 'গুণধর' ভাই ৷ খুনের আগে সোশাল মিডিয়ায় সে জানিয়ে দেয়, বোনকে খুন করতে চলেছে ৷ নিজের বোনকে নৃশংসভাবে খুনের পর সে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে গিয়ে আত্মসমর্পণ করে ৷ অভিযুক্ত ভাইকে আজ, বুধবার আদালতে পেশ করা হয় ৷

ঘটনাক্রমে জানা যায়, গত 11 ডিসেম্বর সোমবার রাতে বোনকে খুন করে পলাতক ছিল অভিযুক্ত। অভিযুক্ত কচ্ছা বাজারের বাসিন্দা। পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় কর্ণ ওরফে কালু তার বোন ভাবনার সঙ্গে ঝগড়া করে। কর্ণ তার বোনের গোপনাঙ্গ-সহ পুরো শরীরে 30 বারের বেশি আঘাত করে ৷ মৃত বোনের নাম ভাবনা (27)।

খুনের আগে সোশাল মিডিয়ায় সে লেখে, "আমি আমার বোনকে খুন করতে বাধ্য হচ্ছি। আমাদের একমাত্র শত্রু বোনের স্বামী অঙ্কুর জৈন।" শুধু তাই না, বোনের শ্বশুরবাড়ির কাছ থেকে প্রতিশোধ নিতে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের সাহায্যও চেয়েছিলেন বলে সোশালে জানিয়েছে অভিযুক্ত ভাই ৷ সোশাল মিডিয়ায় ভিডিয়োটি শেয়ারের সময়, খুনের জন্য বোনের শ্বশুরবাড়িকে দায়ী করেছে সে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছে, "হাত জোড় করে স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজকে অনুরোধ করছি এই কাজের পর আমাকে ও আমার পরিবারকে যেন নিরাপত্তা দেওয়া হয় ৷ স্বরাষ্ট্রমন্ত্রী আজ পর্যন্ত গরিবদের জন্য লড়াই করেছেন ৷ তাই আমাদের সাহায্য করুন ৷"

এরপর বোনকে খুন করে চলে যায় হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের বাড়িতে ৷ সেখানে গিয়ে আত্মসমর্পণ করে ৷ সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে, কী কারণে সে এমন ঘটনা ঘটাল তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্ত সোশাল মিডিয়ায় যে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম নিয়েছিল তার সঙ্গে অভিযুক্তের কোনও যোগ নেই, তা পুলিশ তদন্ত করে জানতে পেরেছে ৷ বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন:

  1. পাহাড়ে নিয়ে গিয়ে মুখে অ্যাসিড ঢেলে খুন রিয়েল এস্টেট ব্যবসায়ীকে, পুলিশের জালে তান্ত্রিক
  2. জয়পুরের ফ্ল্যাট থেকে চলছিল অপারেশন, রাজপুত করণি সেনা-প্রধান সুখদেব সিং গোগোমেডি খুনে গ্রেফতার এক মহিলা
  3. পানীয় জল নিয়ে বিবাদ, ভাটপাড়ায় দাদার হাতে খুন ভাই

ABOUT THE AUTHOR

...view details