পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amazon Exchanges 2000 Rs Currency: সুখবর... ঘরে বসেই 2000 টাকার নোট বদল, নয়া স্কিম আনল অ্যামাজন ! - 2000 টাকার নোট বাতিল ঘোষণা করেছে কেন্দ্র

2000 টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। 30 সেপ্টেম্বরের মধ্যে দেশের যে কোনও ব্যাংকে বাতিল নোট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক। এমতাবস্থায় লম্বা লাইন পড়ছে ব্যাংকে। তা এড়াতে পারেন আপনিও ? কারণ ই-কমার্স সংস্থা অ্যামাজন এবার এই সমস্য়ার সুুরাহা করতে পাশে দাঁড়িয়েছে। কীভাবে তা ঝটপট জেনে নিন...

Amazon Exchange 2000 Currency
দুয়ারে 2000 নোট বদল

By

Published : Jun 22, 2023, 3:53 PM IST

নয়াদিল্লি, 19 মে:আগামী 30 সেপ্টেম্বর শেষ দিন। তারপরেই বাতিল ঘোষণা হবে 2000 টাকার নোট ৷ দেশের যে কোনও ব্যাংকে সেই নোট জমা দেওয়ার জন্য দেশবাসীকে সময়সীমা বেঁধে দিয়েছিল রিজার্ভ ব্যাংক । কিন্তু ব্যাংকের লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিতে গিয়ে অনেকেরই সেই 2016 সালের নোটবন্দির স্মৃতি ফিরে আসছে। এমতাবস্থায় সমস্য়ার সুুরাহা করতে পাশে দাঁড়িয়েছে একটি জনপ্রিয় ই-কমার্স অ্যাপ। তাদের এই নতুন স্কিমে বাড়ি বসেই বদলে নেওয়া যাবে 2000 টাকার নোট। কীভাবে করবেন তা জেনে নিন...

আমাজনের স্কিম কি?

এর জন্য গ্রাহক ব্যবহারকে করতে হবে অ্যামাজন-পে ক্যাশ লোড পদ্ধতি। এর মাধ্যমে এক মাসে 50 হাজার টাকা পর্যন্ত 2000 টাকার নোট বদলে নেওয়া যাবে। যে পরিমাণ টাকা জমা দেবেন গ্রাহক, সেই পরিমাণ টাকা জমা পড়ে যাবে অ্যামাজন-পে ক্যাশ ওয়ালেটে। তা অনলাইন কেনাকাটা এবং কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ব্যবহার করা যাবে। এমনকী সেই অর্থ গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টেও ট্রান্সফার করা যাবে। তবে অ্যামাজনে কেনাকাটা করলেই এই সুযোগ মিলবে।

কীভাবে অ্যামাজনের সাহায্যে 2000 টাকা জমা দেবেন?

প্রথমে অ্যামাজন থেকে যে কোনও জিনিস অর্ডার করতে হবে। তবে দেখতে হবে সেই জিনিসটি অ্যামাজন ক্যাশ লোডের জন্য উপযুক্ত কিনা। এরপর সেই অর্ডার ডেলিভারির সময় আপনি 2000 টাকার নোট জমা দিতে পারবেন। অর্ডার দিয়ে চেক আউটের সময় ক্যাশ অন ডেলিভারি অপশন বেছে নিতে হবে। অর্ডার নিশ্চিত হওয়ার পর যখন ডেলিভারি বয় সেই অর্ডারটি আপনার বাড়িতে দিতে আসবেন, তখন তাঁকে বলতে হবে, আপনি অ্যামাজন পে-ক্যাশে টাকা জমা করতে চান। তারপর 2000 টাকার নোট-সহ তাঁর হাতে পুরো টাকা দিন।

গত 19 মে আচমকাই বাজার থেকে 2000 টাকার নোট তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ মানুষ ব্যাংকে ওই টাকা জমা দিয়ে বলে সমপরিমাণ অর্থ তুলতে পারবেন। ইতিমধ্যেই বাজারে থাকা 2000 টাকার নোটের 60 শতাংশ ব্যাংকের ঘরে জমা পড়েছে। অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছে, ডেলিভারি এজেন্টরা বাড়িতে গিয়ে 2000 টাকার নোট সংগ্রহ করে সাধারণকে সমস্যা থেকে থেকে মুক্তি দেবেন।

আরও পড়ুন:500 টাকার নোট বাতিল নয়, আতঙ্কিত না হওয়ার আর্জি শক্তিকান্তর

ABOUT THE AUTHOR

...view details