ধর (ঝাড়খণ্ড), 15 জুলাই : দু'জনেই উচ্চপদস্থ সরকারি আধিকারিক ৷ তাঁদের বিয়ের অনুষ্ঠান যে বেশ জাঁকজমকপূর্ণ হবে সেটাই তো স্বাভাবিক ৷ তবে সেই 'ট্রেন্ড' বদলে দিলেন ঝাড়খণ্ডের সিটি ম্যাজিস্ট্রেট এবং আর্মি মেজর ৷ একেবারেই অনাড়ম্বর বিয়ে সারলেন তাঁরা ৷ খরচ হল মাত্র 500 টাকা ৷ বিয়ের পরে সাব রেজিস্ট্রার অফিসে সারেন রেজিস্ট্রেশনও ৷ উপস্থিত ছিলেন বর-কনে দু'জনেরই পরিজনরা ৷
ভোপালের বাসিন্দা ধর সিটি ম্যাজিস্ট্রেট শিবাঙ্গী যোশীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর মেজর অনিকেত চতুর্বেদীর বিয়ে ঠিক হয়েছিল ৷ তবে করোনার কারণে বিয়ে স্থগিত ছিল গত 2 বছর ৷ অনিকেতও ভোপালের বাসিন্দা ৷ বর্তমানে তিনি লাদাখে কর্মরত ৷ আর অপেক্ষা করতে চাইলেন না দুই পরিবারের সদস্যরা ৷ তাই তোড়জোড় হল বিয়ের অনুষ্ঠানের ৷ গত সোমবার ধর আদালত প্রাঙ্গণে কোনও রকম ব্যয়বহুল ব্যবস্থা ছাড়াই সম্পন্ন হল বিয়ে । তারপরই সারা হল রেজিস্ট্রেশনও ৷