পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi: অযোধ্যার দীপ উৎসবকে 'অদ্ভূত, অলৌকিক ও অবিস্মরণীয়' বলে ব্যাখ্যা প্রধানমন্ত্রীর - দীপাবলি

দীপাবলি উপলক্ষে সেজে উঠেছে উত্তরপ্রদেশের অযোধ্যা ৷ সেখানকার দীপ উৎসবের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রধানমন্ত্রী ৷

Etv Bharat
অযোধ্যায় দীপ উৎসব

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 10:53 PM IST

নয়াদিল্লি, 12 নভেম্বর:অযোধ্যার দীপ উৎসবকে 'অদ্ভুত, অলৌকিক ও অবিস্মরণীয়' হিসেবে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দীপাবলি উপলক্ষে রবিবার তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি আরও লেখেন, "লাখো প্রদীপের আলোয় উদ্ভাসিত অযোধ্যা নগরীর এই ভব্য দীপ উৎসব সাড়া দেশকে আলোকিত করছে ৷ এর থেকে নির্গত শক্তি পুরো ভারতবর্ষে নয়া উন্মাদনা ও নতুন উৎসাহের সঞ্চার করছে ৷ আমি প্রার্থনা করি ভগবাম রাম সমস্ত দেশবাসীর মঙ্গল করুন এবং আমার পরিবারকে প্রেরণা শক্তি দিন ৷" এদিন এই পোস্টের সঙ্গে অযোধ্যায় দীপ উৎসবের একাধিক ছবিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এদিন সোশাল মিডিয়ায় অনেকেই অযোধ্যার এই দীপ উৎসবের ছবি শেয়ার করেছেন ৷ একসঙ্গে এত প্রদীপ জ্বলে ওঠাকে অনেকেই প্রধানমন্ত্রীর 'মেড ইন ইন্ডিয়া'র সাফল্য হিসেবে তুলে ধরেছেন ৷ বিদেশি পণ্য বর্জন করার ডাক দিয়ে প্রধানমন্ত্রী স্থানীয় দেশজ পণ্যকে তুলে ধরার যে ডাক দিয়েছেন এই প্রদীপ প্রজ্জ্বলনকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে ৷

শনিবারই দীপ উৎসব উপলক্ষে অযোধ্যায় একসঙ্গে 22.23 লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছিল ৷ যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে ৷ এর আগের বছর দীপাবলির দিন মন্দির শহর অযোধ্যায় 15.76 লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল ৷ এবছর সেই রেকর্ডও ভেঙে গিয়েছে ৷ উত্তরপ্রদেশ সরকারের উদ্য়োগে আয়োজিত এই দীপউৎসবকে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষও ৷

এদিন দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এদিন হিমাচলের লেপচায় গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন তিনি ৷ পরে তিনি দিল্লিতে ফিরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে তাদের দীপাবলির শুভেচ্ছা জানান ৷

আরও পড়ুন:

1.সীমান্তে সৈন্যরা পাহারায় থাকাকালীন ভারত নিরাপদ, দীপাবলি উদযাপনে জওয়ানদের প্রশংসায় মোদি

2.দীপাবলির শুভেচ্ছায় দেশবাসীকে পরিবার সম্বোধন মোদির, বার্তা মুর্মু-মমতারও

ABOUT THE AUTHOR

...view details