শ্রীনগর, 1 অগস্ট: অমরনাথ যাত্রার 31তম দিনে 6 হাজারেরও বেশি ভক্ত মন্দিরে প্রবেশ করেছেন ৷ 1 হাজার 6 জন তীর্থযাত্রী মন্দিরে আসার জন্য মঙ্গলবার জম্মু ছেড়ে বেরিয়েছেন অমরনাথের উদ্দেশ্যে ৷
আধিকারিকরা জানিয়েছেন, এই বছর অমরনাথ যাত্রা শুরু হয়েছে 1 জুলাই থেকে ৷ এখনও পর্যন্ত 3.97 লক্ষেরও বেশি তীর্থযাত্রী পবিত্র গুহার মধ্যে ভগবানের দর্শন করেছেন ৷ তবে যাত্রা চলাকালীন এ পর্যন্ত 36 জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে ৷ 749 জন পুরুষ, 215 জন মহিলা, 2 শিশু, 37 জন সাধু ও 3 জন সাধ্বী-সহ 1 হাজার 6 জন তীর্থযাত্রীর একটি দল মঙ্গলবার সকালে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস ত্যাগ করেছে ৷ তাঁরা অমরনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷
তীর্থযাত্রীরা দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও রুট থেকে হিমালয় গুহা মন্দিরের কাছে পৌঁছন ৷ যার মধ্যে পহেলগাঁও বেস ক্যাম্প থেকে 43 কিলোমিটার বা উত্তর কাশ্মীর বালতাল বেস ক্যাম্প থেকে 14 কিলোমিটার চড়াই পথ রয়েছে ৷ যারা পহেলগাঁও রুট ধরে যান তাঁদের মন্দিরে পৌঁছতে 3 থেকে 4 দিন সময় লাগে ৷ আর যারা বালতাল রুট ব্যবহার করেন তাঁরা সমুদ্রপৃষ্ঠ থেকে 3 হাজার 888 মিটার উপরে অবস্থিত গুহা মন্দিরের ভিতরে ভগবান দর্শন করে একই দিনে বেস ক্যাম্পে ফিরে আসে ৷