শ্রীনগর, 21 জুন : করোনা আবহে পরপর দুই বছর বাতিল হয়ে গেল অমরনাথ যাত্রা । এর আগে প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল আগামী 28 জুন থেকে এই যাত্রা শুরু হবে । শেষ হবে 22 অগাস্ট । 15 এপ্রিল থেকে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশনও শুরু হয়ে গিয়েছিল । কিন্তু করোনা আবহে যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যদিও, ভক্তদের জন্য অনলাইনে আরতির ব্যবস্থা করা হয়েছে ।
এই বিষয়ে জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা একটি টুইট করেন । টুইটারে তিনি জানিয়েছেন, করোনা আবহে অমরনাথ যাত্রা বাতিল করা হয়েছে । মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মানুষের প্রাণ বাঁচানো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ । সেক্ষেত্রে বৃহত্তর জনস্বার্থে তীর্থযাত্রা পরিচালনা করা উচিত হবে না । পাশাপাশি, ভক্তরা যাতে সকাল ও সন্ধেবেলা ভার্চুয়ালি আরতিতে অংশ নিতে পারেন তার জন্য মন্দির কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি । গত বছরও করোনার কারণে অমরনাথ যাত্রা বাতিল করা হয়েছিল ।