পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনা আবহে এ-বছরও বাতিল অমরনাথ যাত্রা - বাতিল অমরনাথ যাত্রা

জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা টুইটে জানিয়েছেন, মানুষের প্রাণ বাঁচানো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ । সেক্ষেত্রে বৃহত্তর জনস্বার্থে তীর্থযাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

অমরনাথ যাত্রা
অমরনাথ যাত্রা

By

Published : Jun 21, 2021, 6:00 PM IST

Updated : Jun 21, 2021, 8:19 PM IST

শ্রীনগর, 21 জুন : করোনা আবহে পরপর দুই বছর বাতিল হয়ে গেল অমরনাথ যাত্রা । এর আগে প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল আগামী 28 জুন থেকে এই যাত্রা শুরু হবে । শেষ হবে 22 অগাস্ট । 15 এপ্রিল থেকে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশনও শুরু হয়ে গিয়েছিল । কিন্তু করোনা আবহে যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যদিও, ভক্তদের জন্য অনলাইনে আরতির ব্যবস্থা করা হয়েছে ।

এই বিষয়ে জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা একটি টুইট করেন । টুইটারে তিনি জানিয়েছেন, করোনা আবহে অমরনাথ যাত্রা বাতিল করা হয়েছে । মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মানুষের প্রাণ বাঁচানো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ । সেক্ষেত্রে বৃহত্তর জনস্বার্থে তীর্থযাত্রা পরিচালনা করা উচিত হবে না । পাশাপাশি, ভক্তরা যাতে সকাল ও সন্ধেবেলা ভার্চুয়ালি আরতিতে অংশ নিতে পারেন তার জন্য মন্দির কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি । গত বছরও করোনার কারণে অমরনাথ যাত্রা বাতিল করা হয়েছিল ।

আরও পড়ুন,অমরনাথ যাত্রার নাম নথিভুক্ত করার প্রক্রিয়া আপাতত স্থগিত

অমরনাথ যাত্রার জন্য মূলত দু’টি রাস্তা ব্যবহার করা হয় পবিত্র গুহায় প্রবেশের জন্য ৷ জম্মু থেকে পাহেলগাঁও হয়ে পবিত্র গুহায় যাওয়ার রাস্তা রয়েছে ৷ এছাড়া জম্মু থেকে বালতাল হয়েও অমরনাথের গুহায় যাওয়া যায় ৷ দ্বিতীয়টিতে 414 কিলোমিটার অতিরিক্ত রাস্তা সফর করতে হয় ৷ আর প্রথম রাস্তার মাঝে উপত্যকা ও ঝরনার মধ্যে দিয়ে দুর্গম রাস্তা পার হতে হয় ৷ দ্বিতীয় রাস্তাটিও উঁচু, খাঁড়াই ও সরু ৷ 28 জুন এই যাত্রা শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল রাখি বন্ধনের দিন অর্থাৎ 22 অগাস্ট । 15 এপ্রিল থেকে রেজিস্ট্রেশনও শুরু হয়ে গিয়েছিল । যদিও, রেজিস্ট্রেশন প্রক্রিয়া 22 এপ্রিল বন্ধ হয়ে যায় । অবশেষে আজ অমরনাথ যাত্রা বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় ।

Last Updated : Jun 21, 2021, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details