অমৃতসর, 18 সেপ্টেম্বর : জল্পনা আগেই ছিল ৷ এবার এই জল্পনাকে সত্যি করে আজ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অমরিন্দর সিং ৷ বিকেল 4টে থেকে সাড়ে 4টে নাগাদ রাজভবনে পৌঁছান তিনি ৷ রাজ্যপালের হাতে তাঁর পদত্যাগপত্র তুলে দেন তিনি ৷ এরপর রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন ৷
আজ সকাল থেকেই শোনা যাচ্ছিল কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির কাছে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন অমরিন্দর সিং ৷ তিনি জানান, দলে তিনি অসম্মানিত হচ্ছেন ৷ তাই তিনি পদত্যাগ করতে চান ৷ এই খবর সামনে আসতেই স্বাভাবিকভাবে হইচই পড়ে যায় ৷ সূত্রের দাবি, নতুন কোনও নেতাকে ভোটের আগে পঞ্জাবের মসনদে বসাতে চায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ৷ আর সেটা আঁচ করেই আগেই পদত্যাগের ইচ্ছে প্রকাশ করলেন অমরিন্দর সিং ৷
রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান ৷ তিনি বলেন, " আমি অপমানিত বোধ করেছি ৷ আমি আজ সকালে কংগ্রেসের সভানেত্রীর সঙ্গে কথা বলেছিলাম ৷ জানিয়েছিলাম, আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চাই ৷ " তাঁর পরবর্তী পদক্ষেপ হিসাবে জানান, আমি কংগ্রেসে আছি ৷ আমি আমার কংগ্রেসের সহকর্মী ও সমর্থকদের সঙ্গে কথা বলব ৷ তারপর ভবিষ্যতের সিদ্ধান্তের কথা জানাব ৷ পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বলেন, " যাঁর উপর দলের হাইকম্যান্ডের বিশ্বাস আছে, তাঁকেই মুখ্যমন্ত্রী করবেন ৷ "