চণ্ডীগড়, 24 জানুয়ারি : পঞ্জাবের কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (former Chief Minister of Punjab Amrinder Singh) ৷ কংগ্রেস ত্যাগী পঞ্জাবের এই দাপুটে নেতার দাবি, সিধুকে তাঁর মন্ত্রিসভায় জায়গা দিতে অনুরোধ এসেছিল খোদ পাক প্রধানমন্ত্রীর তরফ থেকে ৷
সোমবার অমরিন্দর বলেন, "সিধুকে আমার মন্ত্রিসভা থেকে তাড়িয়ে দিয়েছিলাম ও অযোগ্য ছিল, কোনও কাজে আসত না, দায়িত্ব পালন করত না ৷ কিন্তু তার পরেই পাক প্রধানমন্ত্রী অনুরোধ করেন আমি যেন তাঁর ভাল বন্ধু সিধুকে আমার মন্ত্রিসভায় জায়গা দিই ৷ তাহলে উনি কৃতজ্ঞ থাকবেন আমার কাছে ৷" অমরিন্দর জানিয়েছেন, নিজের এক দূতের মাধ্যমে তাঁর কাছে এই বার্তা পাঠিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ৷
তবে পাকিস্তানের কোন প্রধানমন্ত্রী তাঁকে এই অনুরোধ করেছিলেন সেটা এদিন খোলসা করেননি অমরিন্দর সিং ৷ তবে মনে করা হচ্ছে, বর্তমান পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কথাই বলতে চেয়েছেন তিনি ৷ কারণ, ইমরানের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন সিধু ৷ বিষয়টি নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি সিধুর তরফে ৷ তবে, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, তিনি বিষয়টি সোনিয়া গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধিকে জানিয়ে ছিলেন ৷
আরও পড়ুন :উত্তরপ্রদেশ ভোটে কংগ্রেসের প্রচারে সোনিয়া-মনমোহনের সঙ্গে কানহাইয়াও
মনে করা হচ্ছে আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে বড় প্রভাব ফেলবে অমরিন্দরের এই মন্তব্য ৷ জাতীয়তাবেদের হাওয়া নিজেদের পালে টানতেই এই মন্তব্য করলেন তিনি ৷ সিধু বর্তমানে পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদে আছেন ৷ আর মাস খানেক আগেই কংগ্রেস ছেড়ে বেরিয়ে নিজের দল পঞ্জাব লোক কংগ্রেস গড়েছেন অমরিন্দর সিং ৷ 20 ফেব্রুয়ারি পঞ্জাবে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, এই ভোটে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়ছে তাঁর দল ৷