পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amarinder Singh Claims : সিধুকে মন্ত্রিসভায় নিতে অনুরোধ করেছিলেন পাক প্রধানমন্ত্রী, বিস্ফোরক দাবি অমরিন্দরের - সিধুকে মন্ত্রিসভায় নিতে অনুরোধ করেছিলেন পাক প্রধানমন্ত্রী, বিস্ফোরক দাবি অমরিন্দরের

কংগ্রেস ছেড়ে নিজের আলাদা দল গড়ে বিজেপির সঙ্গে জোটে হাত মিলিয়ে পঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (former Chief Minister of Punjab Amrinder Singh)

Amarinder Singh Claims
বিস্ফোরক দাবি অমরিন্দরের

By

Published : Jan 24, 2022, 10:31 PM IST

চণ্ডীগড়, 24 জানুয়ারি : পঞ্জাবের কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (former Chief Minister of Punjab Amrinder Singh) ৷ কংগ্রেস ত্যাগী পঞ্জাবের এই দাপুটে নেতার দাবি, সিধুকে তাঁর মন্ত্রিসভায় জায়গা দিতে অনুরোধ এসেছিল খোদ পাক প্রধানমন্ত্রীর তরফ থেকে ৷

সোমবার অমরিন্দর বলেন, "সিধুকে আমার মন্ত্রিসভা থেকে তাড়িয়ে দিয়েছিলাম ও অযোগ্য ছিল, কোনও কাজে আসত না, দায়িত্ব পালন করত না ৷ কিন্তু তার পরেই পাক প্রধানমন্ত্রী অনুরোধ করেন আমি যেন তাঁর ভাল বন্ধু সিধুকে আমার মন্ত্রিসভায় জায়গা দিই ৷ তাহলে উনি কৃতজ্ঞ থাকবেন আমার কাছে ৷" অমরিন্দর জানিয়েছেন, নিজের এক দূতের মাধ্যমে তাঁর কাছে এই বার্তা পাঠিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ৷

তবে পাকিস্তানের কোন প্রধানমন্ত্রী তাঁকে এই অনুরোধ করেছিলেন সেটা এদিন খোলসা করেননি অমরিন্দর সিং ৷ তবে মনে করা হচ্ছে, বর্তমান পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কথাই বলতে চেয়েছেন তিনি ৷ কারণ, ইমরানের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন সিধু ৷ বিষয়টি নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি সিধুর তরফে ৷ তবে, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, তিনি বিষয়টি সোনিয়া গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধিকে জানিয়ে ছিলেন ৷

আরও পড়ুন :উত্তরপ্রদেশ ভোটে কংগ্রেসের প্রচারে সোনিয়া-মনমোহনের সঙ্গে কানহাইয়াও

মনে করা হচ্ছে আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে বড় প্রভাব ফেলবে অমরিন্দরের এই মন্তব্য ৷ জাতীয়তাবেদের হাওয়া নিজেদের পালে টানতেই এই মন্তব্য করলেন তিনি ৷ সিধু বর্তমানে পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদে আছেন ৷ আর মাস খানেক আগেই কংগ্রেস ছেড়ে বেরিয়ে নিজের দল পঞ্জাব লোক কংগ্রেস গড়েছেন অমরিন্দর সিং ৷ 20 ফেব্রুয়ারি পঞ্জাবে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, এই ভোটে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়ছে তাঁর দল ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details