রায়পুর (ছত্তীসগড়), 26 জানুয়ারি:বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে 74তম সাধারণতন্ত্র দিবস (Republic Day 2023)। ভারতের গর্বিত নাগরিকরা এই দিনটিকে জাঁকজমক এবং উত্সাহের সঙ্গে উদযাপন করে । সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের সময় দেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষী হন লক্ষ লক্ষ ভারতীয়, যা তাঁদের জাতীয়তাবোধ আরও জাগ্রত করে । এই বিশেষ দিনে দেশপ্রেমের অনুভূতিকে আরও এক ধাপ বাড়িয়ে দেবে ছত্তীসগড়ের একটি অনন্য পেট্রল পাম্প ৷ ধারসিওয়া গ্রামে রায়পুর-বিলাসপুর জাতীয় সড়কে অবস্থিত অমর জওয়ান জ্বালানির পাম্প তার চিরন্তন শিখার জন্য বিখ্যাত ৷ এই শিখা গত দুই বছর ধরে লাগাতার জ্বলছে ।
এই পেট্রল পাম্পটি (Amar Jyoti in Amar Jawan Fuels Raipur) শহীদদের পরিবারের জন্য কাজ করতে নিবেদিত ৷ কারণ এই পেট্রল পাম্প থেকে যে আয় হয় তা শহীদদের সন্তানদের লেখাপড়া ও বিয়েতে ব্যবহৃত হয় । অমর জওয়ান ফুয়েলসের অধিকর্তা হরিশ ভাই জোশি ইটিভি ভারতের সঙ্গে একটি আলাপচারিতায় বলেছেন, "আমাদের দেশের সাহসী সৈন্যরা আমাদের রক্ষা করার জন্য তাঁদের জীবন দিয়েছেন ৷ আমাদের দায়িত্ব এবং কর্তব্য হল, শহীদ সৈনিকদের পরিবারকে সাহায্য করার জন্য কিছু করা ৷ দেশের প্রতিটি নাগরিককে তাঁদের সমর্থন করতে হবে ।"
জোশি আরও বলেন, "আমাদের পেট্রল পাম্পের আয়ের এক টাকাও ঘরে যায় না । আমরা গ্রাহকদের সব সুযোগ-সুবিধা দিই এবং বাকি আয় শহীদ সৈনিকদের সন্তানদের বিয়ে ও পড়াশোনার জন্য ব্যয় করা হয় ।"