নয়াদিল্লি, 20 এপ্রিল :অমিত শাহ দিল্লির শান্তিপূর্ণ আবহাওয়া নষ্ট করার চেষ্টা করছেন ৷ আর তাঁর সঙ্গে বিজেপি, এমন অভিযোগ তুললেন আপ নেতা আমানাতুল্লাহ খান ৷ উত্তর দিল্লি পৌরনিগম বা এনডিএমসি বুধবার থেকে বিতর্কিত জাহাঙ্গিরপুরীতে দখলদারি উৎখাত অভিযান শুরু করবে ৷ গত সপ্তাহে শনিবার হনুমান জয়ন্তীর দিন দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা ৷ তারপর বিজেপি শাসিত উত্তর দিল্লির পৌরনিগম দু'দিন ধরে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে (AAP leader Amanatullah Khan alleges Amit Shah over anti encroachment drive in Jahangirpuri) ৷
টুইটারে একটি ভিডিয়ো বার্তায় ওখলার আপ বিধায়ক বলেন, "এটা পবিত্র রামজান মাস ৷ এই সময় দখলদারি উচ্ছেদের নামে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়াটা শুধুমাত্র তাদের হেনস্থা করা ৷ এতে এই অঞ্চলের পরিস্থিতি আরও অবনতি হবে ৷" গেরুয়া শিবির এবং পদ্ম নেতাদের তিনি মনে করিয়ে দেন, দেশের হাওয়া এমনিতেই যথেষ্ট বিষাক্ত হয়ে গিয়েছে ৷ তাই দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান (Delhi Waqf Board Chairman) খানের সতর্কবার্তা, "সময় থাকতে থাকতে এই ধরনের নিম্নমানের রাজনীতি বন্ধ না করলে, তা দেশটাকে ধ্বংস করে দেবে ৷"