পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতের সঙ্গে সহযোগিতায় সবসময় রাজি ছিলাম, তাও অপহরণের চেষ্টা কেন, প্রশ্ন মেহুলের - ডমিনিকা হাইকোর্ট

তিনি তো ভারতীয় তদন্তকারী সংস্থাগুলিকে তদন্তে সাহায্য করতে চেয়েছিলেন, তা সত্ত্বেও তাঁকে জোর করে ডমিনিকায় তুলে আনল তারা ৷ এতে শারীরিক, মানিসক ভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছেন চোক্সি, দাবি পলাতক ব্যবসায়ীর ৷ তবু ভারতে ফিরতে চান, কিন্তু সেখানে তাঁর নিরাপত্তা নিয়ে শঙ্কিত মেহুল ৷

মেহুল চোক্সি
মেহুল চোক্সি

By

Published : Jul 16, 2021, 7:40 AM IST

সেন্ট জন'স ও নয়া দিল্লি, 16 জুলাই : ভারতীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এবার মুখ খুললেন পলাতক হিরে ব্য়বসায়ী মেহুল চোক্সি (Mehul Choksi) ৷ তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে করা প্রতারণা মামলার তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে তিনি সবসময় সহযোগিতার জন্য তৈরি ছিলেন ৷ উল্টে ভারতীয় সংস্থাগুলি (Indian Agencies) তাঁকে "অপহরণ করার চেষ্টা" করেছে বলে অভিযোগ তোলেন তিনি ৷

একটি সংবাদসংস্থাকে চোক্সি নিজে জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা একেবারে ভাল নয় ৷ তাই অ্য়ান্টিগায় (Antigua) ফিরে গিয়ে সেখানকার কোনও নিউরোলজিস্টের (Neurologist) সঙ্গে যোগাযোগ করতে ডমিনিকা হাইকোর্ট (Dominica High Court) তাঁর জামিন মঞ্জুর করেছে ৷ তিনি নিরপরাধ, এটা প্রমাণ করতে তিনি এখনও ভারতে ফিরতে চান, কিন্তু তাঁর শারীরিক অবস্থা খুব খারাপ ৷ তা ছাড়া ভারতে তাঁর নিরাপত্তা নিয়ে তিনি রীতিমতো আতঙ্কিত ৷

আরও পড়ুন : অসুস্থ চোক্সি, অন্তর্বর্তী জামিন দিল ডমিনিকার আদালত

আপাতত একটি প্রাইভেট বিমানে চোক্সি অ্যান্টিগা ফিরে গিয়েছেন ৷ সেখানকার স্থানীয় চিকিৎসকের থেকে স্বাস্থ্যপরীক্ষা করিয়ে সেই রিপোর্ট ডমিনিকান কর্তৃপক্ষকে (Dominican Authorities) দিতে হবে ৷ আর প্রতিবার বাড়ি ছেড়ে বেরনোর সময় চোক্সিকে তাদের জানাতে হবে ৷ এদিকে, চোক্সির অভিযোগ, ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা তাঁকে অপহরণের চেষ্টা করেছে ৷ আর এটা মানতে পারছেন না চোক্সি ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি বাড়ি ফিরে এসেছি কিন্তু এই অত্যাচার মনের উপর স্থায়ী দাগ কেটে দিয়েছে ৷ শারীরিক এবং মানসিক দুইদিকেই প্রভাব ফেলেছে ৷ আমার সব ব্যবসা বন্ধ হওয়ার পর, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার পরও আমাকে অপহরণ করতে চেয়েছে ভারতীয় সংস্থাগুলি ৷ এটা আমি ভাবতে পারছি না ৷"

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank, PNB) 13 হাজার 500 কোটি টাকা তছরূপের (Fraud) অভিযোগে পলাতক এই ব্যবসায়ীকে নিজের অধীনে নিতে নিতে চায় ভারত ৷ 62 বছর বয়সী চোক্সি বলেন, "আমি বহুবার ভারতীয় সংস্থাগুলিকে এখানে এসে আমাকে জিজ্ঞাসাবাদ করতে বলেছি ৷ শারীরিক কারণে আমি আর কোথাও যেতে পারব না ৷ আমি সবসময় সহযোগিতা করতে প্রস্তুত ৷ কিন্তু এই অমানবিক টানাটানি আশা করিনি ৷" এখনও ভারতে ফিরে নিজেকে অপরাধমুক্ত প্রমাণ করার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছেন চোক্সি ৷ অপহরণের পর থেকে 50 দিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি হতাশ হয়ে গিয়েছেন ৷ "আদৌ কোনও দিন স্বাভাবিক শারীরিক বা মানসিক অবস্থায় ফিরতে পারব কি না, জানি না", বললেন মেহুল ৷

মেহুল চোক্সি 23 মে অ্য়ান্টিগা (Antigua and Barbuda) থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান ৷ তাঁর আইনজীবীরা দাবি করেছেন, তাঁকে অ্যান্টিগার জলি হারবার (Jolly Harbour) অঞ্চল থেকে জোর করে নৌকায় তুলে ডমিনিকা (Dominica) নিয়ে আসা হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details