নয়াদিল্লি, 7 মার্চ: তৃণমূলের ‘বহিরাগত’ তকমা ঝেড়ে ফেলতে মরিয়া গেরুয়া শিবির ৷ একদিকে যখন ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগান সামনে রেখে প্রচারে ঝড় তুলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, ঠিক তখনই বাঙালির নস্টালজিয়া ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীকে দলে টেনে এনেছে বিজেপি ৷ আর এবার গেরুয়াবাহিনীর হয়ে প্রচারে নামতে পারেন প্রাক্তন ক্রিকেটার, বর্তমানে পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর ৷ সূত্রের খবর, আগামী 22 মার্চ থেকেই এ রাজ্য়ে প্রচার শুরু করবেন তিনি ৷ তার আগে রবিবার বাংলা ও বাঙালির প্রতি নিজের আবেগ প্রকাশ করলেন গৌতম ৷ তাঁর দাবি, পশ্চিমবঙ্গ তাঁর কাছে ঘরের মতোই ৷ যখনই এই রাজ্য়ে এসেছেন, মনে হয়েছে নিজের বাড়িতেই আছেন ৷
আদতে দিল্লির ছেলে হলেও গৌতমের বং কানেকশন (বলা ভালো কলকাতা কানেকশন) একটা আছে ৷ ক্রিকেটার জীবনে বেশ কয়েক বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি ৷ এমনকী, তাঁর অধিনায়কত্বে দু’বার ট্রফিও পকেটে পুরেছে শাহরুখের দল ৷ তাই ক্রিকেটপ্রেমী বাঙালির মনে তাঁর জন্য আলাদা আবেগ রয়েছে ৷ ভোট মরশুমে ঠিক এই আবেগটাই কাজে লাগাতে চাইছে বিজেপি ৷ জানা গেছে, এ রাজ্যে আটটি পর্যায়েই ভোটের প্রচার করতে পারেন প্রাক্তন এই ক্রিকেটার ৷ পাশাপাশি, তাঁকে কাজে লাগানো হবে পড়শি অসমেও ৷ সেখানেও দলের হয়ে একাধিক প্রচার কর্মসূচিতে যোগ দেবেন গৌতম ৷
খেলার মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে পা বাড়ালেও এর আগে দিল্লির বাইরে গৌতমের সক্রিয়তা ছিল বাঁধা ধরা ৷ গত বছর হরিয়ানা বিধানসভার ভোটে প্রাক্তন হকি খেলোয়াড় সন্দীপ সিংয়ের হয়ে প্রচার করেছিলেন তিনি ৷ কিন্তু এবারই প্রথম পুরো দমে কোনও রাজ্য়ের সামগ্রিক নির্বাচনী প্রচারে সামিল হচ্ছেন গৌতম ৷ সেক্ষেত্রে, বাংলার এই মঞ্চ তাঁর কাছেও বড় চ্য়ালেঞ্জ ৷ হরিয়ানায় সন্দীপ জিতেছিলেন ৷ বর্তমানে তিনি সে রাজ্য়ের ক্রীড়া ও যুবমন্ত্রী ৷ এখন দেখার পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে প্রচারে কতটা ক্য়ারিশমা দেখাতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য ৷ প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে জম্মু-কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদের ভোটে গৌতমের প্রচারে নামার কথা থাকলেও শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি ৷