ওয়াশিংটন, 17 জুন: কোভিড (Covid 19) জয় করছেন অনেকেই ৷ তবে ভূমিকম্পের আফটারশকের মতোই এই ভাইরাসও রোগীর শরীরে রেখে যাচ্ছে তার আফটার এফেক্ট ৷ আমেরিকায় প্রায় 25 শতাংশ রোগীর প্রাথমিক চিকিত্সা হয়ে যাওয়ার পরও ভুগছেন দীর্ঘ কোভিড উপসর্গে (Long Covid Symptoms) ৷ তাঁদের দেখা দিচ্ছে নানা শারীরিক সমস্যা ৷ সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে ৷
স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার হেল্থ 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়ে প্রায় 20 লক্ষ মানুষের স্বাস্থ্যবিমা খতিয়ে দেখে একটি গবেষণা চালিয়েছে ৷ তাতে দেখা গিয়েছে, যাঁদের 'দীর্ঘ কোভিড রোগী' (Long Covid Patients) বলা হচ্ছে, তাঁদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে একই রকমের কিছু উপসর্গ দেখা দিচ্ছে ৷ কোভিডের চিকিত্সা হয়ে যাওয়ার পরও অনেকের গা-হাত-পায়ে ব্যাথা, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, কোলেস্ট্যারলের মাত্রা বৃদ্ধি ও ক্লান্তি দেখা দিচ্ছে ৷
আরও পড়ুন:সুস্থতার পাশাপাশি দেশে বাড়ল আক্রান্তের সংখ্যাও
সব বয়সের রোগীদের মধ্যেই দেখা দিচ্ছে এই আফটার এফেক্ট ৷ বাদ যাচ্ছে না শিশুরাও ৷ শুধু তাই নয়, যে কোভিড রোগীরা উপসর্গহীন ছিলেন, যাঁদের কোভিডে আক্রান্ত হওয়ার সময়ে বিশেষ কোনও সমস্যা ছিল না, তাঁদের মধ্যেও কোভিড মুক্ত হওয়ার পর এমনই নানা সমস্যা দেখা দিচ্ছে ৷ গবেষণায় দেখা গিয়েছে, উপসর্গহীন কোভিড রোগীদের 19 শতাংশের মধ্যে দেখা দিয়েছে দীর্ঘ কোভিড উপসর্গ ৷ এই সংখ্যাটাই বৃদ্ধি পেয়েছে সামান্য বা মাঝারি উপসর্গের রোগীদের ক্ষেত্রেও, যাঁদের হাসপাতালে যেতে হয়নি ৷ এমন 27 শতাংশ কোভিড রোগীর মধ্যে দেখা দিয়েছে কোভিডের আফটার এফেক্ট ৷ তবে যে কোভিড রোগীদের হাসপাতালে ভর্তি হতে হয়েছে, তাঁদের 50 শতাংশকেই দীর্ঘ কোভিড উপসর্গে ভুগতে হয়েছে ৷ এমনকী অন্ত্রের সমস্যা, হৃদরোগ এবং হতাশা ও উদ্বেগের মতো মানসিক সমস্যাও দেখা দিচ্ছে দীর্ঘ কোভিড উপসর্গে ৷