নয়াদিল্লি, 2 জুন : আয়ুর্বেদ আর অ্যালোপ্যাথি দুটো ভিন্ন আর কার্যকরী চিকিৎসা পদ্ধতি, তাই এ নিয়ে অযথা বিতর্কের কোনও মানে হয় না, জানালেন বিজ্ঞানী ভি কে সারস্বত ৷ তিনি নীতি আয়োগের সদস্য ৷
সম্প্রতি অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি নিয়ে রামদেবের নানান মন্তব্যে উত্তপ্ত দেশের চিকিসকমহল ৷ সেই বিতণ্ডা সামলাতে এ ভাবেই মাঠে নামলেন নীতি আয়োগের সদস্য বিজ্ঞানী ৷
দেশে করোনা চিকিৎসায় ডিআরডিও-র অ্যান্টি কোভিড ড্রাগ 2-ডিজি ব্যবহার করা হচ্ছে ৷ এই ড্রাগ তৈরির সময় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর প্রধান বিজ্ঞানী ছিলেন সারস্বত ৷
ডিআরডিও-র অ্যান্টি কোভিড ড্রাগ 2-ডিজি তৈরির গবেষণার সঙ্গে পতঞ্জলির কোনও যোগাযোগ আছে কি না, এর উত্তরে তিনি বলেন, "2-ডিজি-র সঙ্গে পতঞ্জলির কোনও সম্পর্ক নেই ৷ এটা তাদের কাজ নয় ৷"