পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Pm Narendra Modi: 'বিরোধী জোট ক্ষমতালোভী, এনডিএ রামধনু'; এনডিএ বৈঠকে মন্তব্য মোদির - এনডিএ এর বৈঠক

বিরোধীদের 'ইন্ডিয়া' জোটকে তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ তাঁর দাবি, তৃতীয় বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় আসবে এনডিএ ৷

ETV Bharat
বিরোধী জোটকে কটাক্ষ প্রধানমন্ত্রীর

By

Published : Jul 18, 2023, 11:03 PM IST

নয়াদিল্লি, 18 জুলাই:বিরোধী 26টি দলের যৌথ মঞ্চ 'ইন্ডিয়া'কে তীব্র কটাক্ষে বিদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে বসেছিল এনডিএ-র বৈঠক ৷ বিজেপি আগেই দাবি করেছিল, 38টি দল এই বৈঠকে যোগ দেবে ৷ এদিনের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী জোটকে আক্রমণ করেন নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, ক্ষমতা দখলের স্বার্থে পরিবারতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত দলগুলি জোট বেঁধেছে ৷ জাতপাত ও ধর্মের ভিত্তিতে রাজনীতি দেশের ক্ষতি করে ৷ প্রধানমন্ত্রীর আরও বক্তব্য, এনডিএ দেশের মানুষকে এক রাখতে চায়, কিন্তু বিরোধীরা বিভেদ তৈরি করছে ৷ 2024 লোকসভা নির্বাচনে আরও বেশি ভোটে জিতে তৃতীয়বারের জন্য কেন্দ্রে এনডিএ'র সরকার গঠন হবে বলেও দাবি করেছেন নরেন্দ্র মোদি ৷

এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, সম্প্রতি 25 বছর সম্পূর্ণ করেছে এনডিএ জোট ৷ দেশের উন্নতির স্বার্থে ও আঞ্চলিক চাহিদা পূরণে কাজ করে এসেছে এনডিএ ৷ এর পরেই বিরোধীদের কটাক্ষ করে তাঁর মন্তব্য, "যখন ক্ষমতাকে মাথায় রেখে একটি জোট গঠন হয়, যে জোটের উদ্দেশ্য থাকে দুর্নীতি করা ও পরিবারকেন্দ্রীক রাজনীতি করা সেই জোট দেশের পক্ষে ক্ষতিকর ৷"

পাশাপাশি এনডিএ-র প্রশংসা করে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "আঞ্চলিক আকাঙ্খার এক সম্মিলিত রামধনু হল এনডিএ ৷ রাজ্যেগুলির উন্নতির মাধ্যমে দেশের উন্নয়ন আমাদের লক্ষ্য ৷ এনডিএ'তে সবার প্রচেষ্টায় আমরা দেশের উন্নয়নের স্বার্থে কাজ করছি ৷" তিনি আরও বলেন, "1998 সালে এনডিএ গঠন হয় ৷ এই জোট কোনও ব্যক্তি বা কাউকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে তৈরি হয়নি, বরং দেশে স্থায়িত্ব আনতে তৈরি হয় ৷" এদিন অটলবিহারি বাজপায়ী জমানার এনডিএ জমানার সঙ্গে তাঁর নেতৃত্বাধীন এনডিএ সরকারেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ জানান, স্থায়ী সরকারের কারণে বিশ্বের ভরসা বেড়েছে ভারতের উপরে ৷

আরও পড়ুন: সকলের অধিকার রক্ষায় জাতিশুমারির দাবিতে যৌথ সংকল্প বিরোধী বৈঠকে

উল্লেখ্য, এদিনই বেঙ্গালুরু থেকে ঘোষিত হয়েছে দেশের 26টি বিজেপি বিরোধী দলের জোটের নতুন মঞ্চের নাম ৷ 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' বা 'ইন্ডিয়া' নাম দেওয়া হয়েছে এই জোটের ৷ বিরোধীরা ইতিমধ্যেই দাবি করেছে, 2024 এল লোকসভা ভোটে হবে মোদি বনাম এই 'ইন্ডিয়া'র লড়াই ৷ মনে করা হচ্ছে, এনডিএ গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করে এদিন তাই এই বিরোধী জোটের দাবিকেই কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ABOUT THE AUTHOR

...view details