প্রয়াগরাজ, 26 নভেম্বর: গণধর্ষণ এবং খুনের অভিযোগ ঘিরে ফের উত্তাপ বাড়ছে উত্তরপ্রদেশে (Alleged Gangrape and Murder in Prayagraj) । সেখানে একসঙ্গে একটি তফসিলি পরিবারের (Scheduled Caste Family Murdered in Uttar Pradesh) চার সদস্যের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে । মৃতদের মধ্যে রয়েছেন এক প্রৌঢ় দম্পতি, তাঁদের 16 বছরের কিশোরী মেয়ে এবং তার 10 বছরের ভাইও । খুনের আগে মেয়েটিকে গণধর্ষণ (Allegation of Gangrape) করা হয় বলে অভিযোগ ।
বৃহস্পতিবার সকালে প্রয়াগরাজের বাসিন্দা ওই তফসিলি পরিবারের চার সদস্যের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় । মৃতদের আত্মীয়দের দাবি, এলাকায় উচ্চবর্ণের এক পরিবারের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল ওই পরিবারের । এই ঘটনায় তাদেরই হাত রয়েছে বলে দাবি মৃতদের আত্মীয়-পরিজনদের (Upper Castes Accused of Murder in UP) । খুনের আগে মেয়েটিকে গণধর্ষণ করা হয় বলে দাবি তাঁদের ।
আরও পড়ুন:13th anniversary of 26/11 Attack : 13 বছরেও ফিকে হয়নি মুম্বইয়ের সন্ত্রাসবাদী হামলা, টুইট অমিত শাহের
এই ঘটনায় এখনও গণধর্ষণ, খুন, পকসো এবং তফসিলি আইনে মামলা দায়ের করেছে প্রয়াগরাজ পুলিশ । এখনও পর্যন্ত 11 জনের নামে এফআইআর দায়ের হয়েছে । বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ । জানা গিয়েছে, ধারাল অস্ত্র দিয়ে চার জনকে কুপিয়ে খুন করা হয় । মৃত দম্পতি এবং তাঁদের ছেলের দেহ উঠোন থেকে উদ্ধার হলেও, ঘরের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় মেয়েটির দেহ মেলে বলে জানিয়েছে পুলিশ ।