বিশাখাপত্তনম, 28 এপ্রিল :এক ঘণ্টা প্রতীক্ষার পর করোনা আক্রান্ত শিশুকে ভর্তি নিল সরকারি হাসপাতাল ৷ আর, তার কিছুক্ষণের মধ্যেই প্রাণ গেল একরত্তির ৷ পরিবারের অভিযোগ, দীর্ঘক্ষণ চিকিৎসা না পেয়েই মৃত্য়ু হয়েছে শিশুটির ৷ মঙ্গলবার সন্ধেয় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বিশাখাপত্তনমের কিং জর্জ হাসপাতালে ৷
পরিবার সূত্রে খবর, দেড় বছরের সরিতার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল ৷ অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে হাসপাতালে ছোটেন বাবা-মা ৷ তাঁরা জানিয়েছেন , শ্বাস-প্রশ্বাস চালাতে কষ্ট হচ্ছিল বাচ্চাটির ৷ কিন্তু বারবার অনুরোধের পরও তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ ৷ ফলে অসুস্থ মেয়েকে নিয়ে অ্য়াম্বুল্যান্সেই অপেক্ষা শুরু করেন বাবা-মা ৷ প্রায় এক ঘণ্টা পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু ততক্ষণে আর চিকিৎসায় সাড়া দেওয়ার ক্ষমতা ছিল না সরিতার ৷ এর কিছুক্ষণের মধ্যেই মৃত্য়ু হয় তার ৷
সরিতার মৃত্য়ুর খবর পাওয়ার পরই হাসপাতালে ছুটে যান আত্মীয়রা ৷ গোটা ঘটনা জানার পর ক্ষোভে ফেটে পড়েন তাঁরা ৷ তাঁদের সাফ কথা, হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বজ্ঞানহীনতার জন্যই প্রাণ খোয়াতে হয়েছে সরিতাকে ৷