রুরকি(উত্তরাখণ্ড), 25 জুন : মা ও ছ'বছরের নাবালিকাকে গণধর্ষণের ঘটনা ঘটল উত্তরাখণ্ডে (Allegation of Gang Rape of Mother and Daughter at Roorkee Uttarakhand )৷ জানা গিয়েছে, এক মহিলা তাঁর মেয়েকে নিয়ে যাওয়ার সময় পথে একটি গাড়ি দেখে লিফট চান ৷ গাড়িতে তুলে ওই মা ও মেয়েকে গণধর্ষণ করে রাস্তায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা ৷ পুলিশ তদন্ত শুরু করলেও এখনও কেউ ধরা পড়েনি ৷
শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে ৷ মেয়েকে নিয়ে রক্তাক্ত অবস্থায় থানায় গিয়ে বিষয়টি জানাতেই গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে ৷ দ্রুত মা-মেয়ে দু'জনকেই হাসপাতালে ভর্তি করা হয় ৷ মহিলার অভিযোগ পেয়ে পুলিশ গণধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে ৷ তবে রাতভর তল্লাশি চালিয়ে ও রাস্তার আশেপাশের সিসিটিভি ক্যামেরাগুলি দেখেও অভিযুক্তদের খোঁজ পায়নি পুলিশ ৷
নির্যাতিতা মহিলা পুলিশকে জানান, গত কয়েক বছর ধরে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে একাই থাকতেন তিনি ৷ স্বামী থাকেন উত্তরপ্রদেশের মুজফফরপুরে ৷ শুক্রবার রাত 11টার সময় মেয়েকে নিয়ে রুরকিতে আসছিলেন ৷ এর মধ্যে পিরান কালিয়ারে সোনু নামে এক যুবকের সন্ধান পান ৷ সোনু জানায় যে সে রুরকি যাচ্ছে, তাঁদেরও রুরকিতে ছেড়ে দেবেন ৷ এরপর সোনু তাঁকে গাড়িতে বসিয়ে দেয় ৷ গাড়িতে সোনুর কয়েকজন বন্ধুও ছিল বলে জানান নির্যাতিতা ৷
আরও পড়ুন :Hyderabad Gang Rape : নাবালিকাকে গণধর্ষণ কাণ্ডে এখনও পর্যন্ত ধৃত পাঁচ, তুঙ্গে রাজনৈতিক তরজা