পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Urinate on Tribal: নক্কারজনক ঘটনার সাক্ষী থাকল দেশ ! আদিবাসী ব্যক্তির গায়ে প্রস্রাবের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

মধ্যপ্রদেশের সিধি জেলায় এক আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তির গায়ে প্রস্রাব করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে ৷ সরব কংগ্রেস ৷

ETV Bharat
অভিযুক্ত বিজেপি নেতা

By

Published : Jul 4, 2023, 8:11 PM IST

Updated : Jul 4, 2023, 8:25 PM IST

আদিবাসীর গায়ে প্রস্রাব করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

ভোপাল, 4 জুলাই: বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আদিবাসী নিগ্রহের এক ন্যক্কারজনক ঘটনা সামনে এসেছে ৷ সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তির গায়ে প্রস্রাব করছেন এক ব্যক্তি ৷ কংগ্রেসের অভিযোগ, যে ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছে সে একজন বিজেপি নেতা আর যাঁর গায়ে সে প্রস্রাব করছে তিনি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ ৷ অভিযুক্ত ব্যক্তির নাম প্রবেশ শুক্লা ৷ এই ঘটনা সামনে আসার পর নিন্দার ঝড় উঠেছে নানা মহলে ৷

বিজেপিকে দলিত ও আদিবাসী বিদ্বেষী বলে তকমা দিয়ে ইতিমধ্যেই কটাক্ষ শুরু করেছে বিরোধী কংগ্রেস ৷ মধ্যপ্রদেশের সিধি জেলায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় মুখ খুলেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ তিনি জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে ও জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) মামলা করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ৷

যেকোনও সভ্য নাগরিককে বিচলিত করা মতো ওই ঘটনার ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন কংগ্রেস মুখপাত্র আব্বাস হাফিজ ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "বিজেপি নেতা, যারা আদিবাসীদের নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দেয়, প্রস্রাব করছে এক আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তির গায়ে ৷ অত্যন্ত নিন্দাজনক ঘটনা ৷" তাঁর টুইটের সঙ্গে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকেও ট্যাগ করেছেন এই কংগ্রেস নেতা ৷ সেখানে তিনি আরও লিখেছেন,"এই হল আপনাদের আদিবাসীদের প্রতি ভালোবাসা ? কী বলা হবে এই জঙ্গলরাজকে ? কেন অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করা হবে না ?"

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম প্রবেশ শুক্লা ৷ বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লার প্রতিনিধি ওই ব্যক্তি ৷ প্রবেশ শুক্লার সঙ্গে স্থানীয় বিধায়কের একাধিক ছবিও শেয়ার করেছেন ওই কংগ্রেস নেতা ৷ ছবি ও ভিডিয়ো থাকা সত্ত্বেও কেন ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হচ্ছে না সেই প্রশ্ন তুলেছে কংগ্রেস ৷

আরও পড়ুন:হারিয়ে যাওয়ার 19 বছর পর পরিবারকে ফিরে পেলেন মহিলা, স্বামীকেই ফের করলেন বিয়ে

এই ঘটনা প্রসঙ্গে সিধি জেলার পুলিশ সুপার অঞ্জুলতা প্যাটেল জানিয়েছেন, ভাইরাল ভিডিয়োর ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ তবে বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লার দাবি ওই ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা গিয়েছে সে প্রবেশ শুক্লা নয়, অন্য কেউ ৷

Last Updated : Jul 4, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details