লখনউ, 19 এপ্রিল : উত্তরপ্রদেশের 5 জেলায় লকডাউন করার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট ৷ যোগী রাজ্যে করোনার সংক্রমণ লাগাম ছাড়া পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ সেই পরিস্থিতিতে লখনউ, কানপুর নগর, বারাণসী, গোরক্ষপুর এবং প্রয়াগরাজ জেলায় আগামী 26 এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে হাইকোর্ট ৷ আজ রাত থেকেই এই লকডাউনের নির্দেশিকা লাগু হবে বলে জানানো হয়েছে ৷
এলাহাবাদ হাইকোর্ট তার নির্দেশে আরও জানিয়েছে, সবরকমের ধর্মীয় জমায়েত এবং কার্যকলাপ বন্ধ করতে হবে ৷ লকডাউন শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা মানতে হবে বলে জানিয়েছে আদালত ৷ পাশাপাশি শপিং মল, সিনেমা হল, হোটেল ও রেস্তোরাঁ বন্ধ থাকবে লকডাউনে ৷ তবে, জরুরি জিনিসপত্রের ক্ষেত্রে দোকানপাট খোলা রাখা যাবে ৷ যেমন মুদিখানা দোকান, ওষুধের দোকান, শাকসবজির দোকান খোলা রাখা যাবে ৷ তবে, সেখানেও করোনার বিধিনিষেধ মেনে চলতে হবে এবং সর্বাধিক 3 জনের বেশি ওই দোকানে রাখা যাবে না ৷