প্রয়াগরাজ, 19 ডিসেম্বর:জ্ঞানবাপী নিয়ে মসজিদ কমিটির পাঁচটি মামলাই খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট ৷ মুসলিম পক্ষ বারাণসী আদালতে বিচারাধীন একটি দেওয়ানি মামলার রক্ষণাবেক্ষণকে চ্যালেঞ্জ করেছিল ৷ যেখানে আবেদনকারীরা জ্ঞানবাপী মসজিদের জায়গায় একটি মন্দির ছিল বলে দাবি করে এবং সেটি পুনরুদ্ধার করতে চেয়ে মামলা করেছে । আজকের রায়ে এলাহাবাদ হাইকোর্ট 1991 সালের মামলার রক্ষণাবেক্ষণযোগ্যতাকে সমর্থন করেছে ৷ রায় ঘোষণা করে বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল বলেছেন, "বারাণসী আদালতে দায়ের করা মামলাটি রক্ষণাবেক্ষণযোগ্য এবং ধর্মীয় উপাসনার স্থান আইন 1991 দ্বারা নিষিদ্ধ নয় ।"
আদালত জ্ঞানবাপী মসজিদ চত্বরের একটি বিস্তৃত সমীক্ষার নির্দেশ দিয়েছে । আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি (এআইএমসি) এবং উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের দায়ের করেছিল পিটিশনগুলি ৷ এই পিটিশনগুলিতে জ্ঞানব্যাপী মসজিদের একটি বিস্তৃত সমীক্ষা করার জন্য 8 এপ্রিল 2021 সালের বারাণসী আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছিল । বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরের সংলগ্ন জ্ঞানবাপী মসজিদের পরিচালনা ও দেখাশোনা করে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি ৷