লখনউ, 12 মে : মামলাকারীকে ধমক ৷ দেওয়া হল উচ্চশিক্ষার পরামর্শও ৷ বলা হল, বিষয়টি নিয়ে কোনও বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরামর্শ দেওয়া হল মামলাকারী যুবককে ৷ পাশাপাশি দেশে জনস্বার্থ মামলা নিয়ে যে নিয়ম প্রচলিত রয়েছে তার যাতে অপব্যবহার না করা হয় তা নিয়েও সাবধান করা হল ৷ তাজমহলের 22টি বন্ধ কক্ষে হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে কি না, তা তদন্ত করে দেখতে কাজে লাগানো হোক ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে- এই মর্মে এলাহাবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপির এক যুবনেতা ৷ সেই মামলাই বৃহস্পতিবার খারিজ করল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ (Allahabad HC rejects PIL on Taj Mahal) ৷
অযোধ্যায় বিজেপির যুব মিডিয়া ইনচার্জ রজনীশ সিং গত সপ্তাহে এলাহাবাদ হাইকোর্টে একটি পিআইএল দায়ের করেন ৷ দাবি জানান, তাজমহল চত্বরের 22টি বন্ধ কক্ষের মধ্যে কী লুকিয়ে রয়েছে তা সামনে আসা উচিত ৷ তাঁর দাবি, ওই বন্ধ কক্ষগুলিতে হিন্দু দেবদেবীর মূর্তি থাকার সম্ভাবনা রয়েছে ৷ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে দিয়ে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখার দাবিও জানান রজনীশ ৷ মামলার সপক্ষে যুক্তি সাজিয়ে বলা হয়, কিছু ঐতিহাসিক এবং হিন্দুত্ববাদী সংগঠনের তরফে দাবি করা হয়েছে তাজমহলের সমাধিটি আসলে একটি শিবের মন্দির ছিল ৷ তাজমহলকে কোনও মন্দির বানানোর উদ্দেশ্য নয় এটা, তবে সত্য সামনে আসা উচিত ৷ তাই এই নিয়ে একটি নয়, একাধিক জনস্বার্থ মামলা করেন এই যুবনেতা ৷
এদিন সেই মামলারই শুনানিতে এদিন লখনউ বেঞ্চের তিরস্কারের স্বীকার হন বিজেপি নেতা ৷ বেঞ্চের তরফে মামলাকারীকে স্পষ্ট বলা হয়, "এবার তো আপনি আমাদের চেম্বারের ভিতরে কী রয়েছে তা দেখতে চাইবেন ৷ দয়া করে জনস্বার্থ মামলার এই প্রচলিত নিয়মকে হাস্যাস্পদ বানাবেন না ৷"
আরও পড়ুন : BJP Claim on Taj Mahal : তাজমহল বানাতে হিন্দু প্রাসাদ দখল করেছিলেন শাহজাহান, দাবি বিজেপি সাংসদের