লখনউ, 15 ডিসেম্বর: 1991 সালের পিলভিট এনকাউন্টারের ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশের 43 জন আধিকারিককে দোষী সাব্যস্ত করল এলাহাবাদ হাইকোর্ট ৷ তাদের 7 বছরের সশ্রম কারাদণ্ড ও 10 হাজার টাকা করে জরিমানা করা হয়েছে ৷ বৃহস্পতিবার এই রায় দিয়েছে আদালত ৷ ওই ঘটনায় 10 জন শিখ প্রাণ হারিয়েছিলেন (Allahabad HC convicts 43 cops for killing 10 Sikhs) ৷
বিচারপতি রমেশ সিনহা ও বিচারপতি সরোজ যাদবের ডিভিশন বেঞ্চ এদিন রায় ঘোষণার সময় জানায়, ওই এনকাউন্টার ছিল পুলিশের ক্ষমতার অপপ্রয়োগ ৷ রায় প্রদানের সময় এলাহাবাদ হাইকোর্ট জানায়, কেউ কুখ্যাত দুষ্কৃতী হলেই তাকে খুন করা পুলিশের কর্তব্যের মধ্যে পড়ে না ৷ অভিযুক্তদের গ্রেফতার করে বিচার প্রক্রিয়া চালানো উচিত ছিল (Pilibhit fake encounter case) ৷