পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahua Moitra on Goa Politics : গোয়ায় সমস্ত রাজনৈতিক দলেরই বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে, দাবি মহুয়ার - গোয়া বিধানসভা ভোট 2022

গোয়ায় সমস্ত রাজনৈতিক দলেরই বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে ৷ তাই তারা গোয়ার প্রকৃত ইস্যুগুলি নিয়ে কোনও কাজ করেনি ৷ অভিযোগ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra on Goa Politics) ৷ তৃণমূল কংগ্রেস আগামী দিনে সংসদে এইসব ইস্যু নিয়ে প্রশ্ন তুলবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷

all political parties in goa have understanding with bjp, says mahua moitra
Mahua Moitra on Goa Politics : গোয়ায় সমস্ত রাজনৈতিক দলেরই বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে, দাবি মহুয়ার

By

Published : Nov 27, 2021, 9:10 PM IST

পানাজি, 27 নভেম্বর : গোয়ায় বিজেপির বাড়বাড়ন্তের জন্য কংগ্রেস-সহ অন্যান্য রাজনৈতিক দলকেই দায়ী করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra on Goa Politics) ৷ তাঁর অভিযোগ, মুখে বিজেপি বিরোধিতার কথা বললেও সকলেই তলে তলে গেরুয়া শিবিরের সঙ্গে আঁতাত রেখে চলছে ৷ এই প্রেক্ষাপটে কংগ্রেসও কোনও পদক্ষেপ করেনি ৷ শনিবার একটি সাংবাদিক বৈঠকে একথা বলেন মহুয়া মৈত্র ৷ একইসঙ্গে তাঁর দাবি, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করার পর থেকেই গোয়ায় তৃণমূল কংগ্রেসকে নিশানা করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (Mahua Moitra on J P Nadda) ৷

আরও পড়ুন :mining in Goa : গোয়ার খনিজ সম্পদ নিয়ে তৃণমূলের পরিকল্পনাকে স্বাগত পরিবেশবিদের

আর মাত্র কয়েক মাস পরই গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) অনুষ্ঠিত হবে ৷ সেই ভোটে অংশগ্রহণ করতে কোমর বেঁধেছে তৃণমূল কংগ্রেস ৷ বিজেপির শাসনে থাকা এই রাজ্যে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মহুয়া মৈত্রর কাঁধে ৷ আর তারপর থেকেই গোয়ায় তৃণমূলের সংগঠন বিস্তার থেকে শুরু করে নির্বাচনী রণকৌশল স্থির করা-সহ যাবতীয় কাজে মনোনিবেশ করেছেন মহুয়া ৷

গোয়ার সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে বলতে গিয়ে মহুয়ার মন্তব্য, ‘‘গোয়ার সবক’টি রাজনৈতিক দলের মধ্যেই আঁতাত রয়েছে ৷ অথচ মুখে তারা বিজেপিকে হারানোর কথা বলছে ৷ গত কয়েক বছরে কংগ্রেসও কিচ্ছু করেনি ৷ পি চিদম্বরম একদিন এখানে আসবেন এবং রাস্তায় হাঁটবেন, তাতে কাজের কাজ কিছুই হবে না ৷ আমি এখানে প্রতিদিনই আছি ৷ চিদম্বরম একদিনের জন্য আসবেন এবং চলে যাবেন ৷’’প্রসঙ্গত, মূল্যবৃদ্ধির প্রতিবাদে কয়েক দিন আগেই গোয়ায় একটি পদযাত্রার আয়োজন করে কংগ্রেস ৷ তাতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম অংশগ্রহণ করেন ৷ কংগ্রেসের এই কর্মসূচির প্রসঙ্গ টেনেই এদিন চিদম্বরম ও তাঁর দলকে নিশানা করেন মহুয়া (Mahua Moitra on P Chidambaram) ৷

রাজ্যের আসন্ন নির্বাচনের আগে মূলত তিন ইস্যুকে তুলে ধরেছেন মহুয়া ৷ যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে গোয়ার প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা ৷ মোল্লেম বনাঞ্চলে তিনটি প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তাতে ঘোর আপত্তি রয়েছে বিশেষজ্ঞদের ৷ কারণ, সেক্ষেত্রে সবুজ ধ্বংস করে প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে ৷ এছাড়া, কালা অ্যাকাডেমির সংস্কার এবং পুরনো গোয়ার সংরক্ষিত এলাকায় বেআইনি নির্মাণ নিয়েও সোচ্চার হয়েছেন মহুয়া ৷ তৃণমূল সাংসদের অভিযোগ, এতদিন কোনও রাজনৈতিক দলই এই বিষয়গুলি নিয়ে কোনও প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেনি ৷ মহুয়ার কথায়, ‘‘কংগ্রেস ইস্যুগুলি প্রাথমিকভাবে তুলে ধরলেও এ নিয়ে তাদের কোনও ধারাবাহিকতা নেই ৷’’ মহুয়ার আশ্বাস, তৃণমূল কংগ্রেস অবশ্যই আগামী দিনে সংসদে এ নিয়ে প্রশ্ন তুলবে ৷

আরও পড়ুন :Mahua Moitra : গোয়ায় তৃণমূলের দায়িত্বে মহুয়া

সম্প্রতি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শাসন নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা ৷ এ নিয়ে তাঁর মতামত জানতে চাওয়া হলে মহুয়া বলেন, ‘‘জে পি নাড্ডা কে ? তিনি একটি রাজনৈতিক দলের সভাপতি ৷ আমরা কেন তাঁকে নিয়ে কোনও মন্তব্য করব ?’’ সম্প্রতি গোয়া সফরে এসে নাড্ডা দাবি (J P Nadda on Mamata Banerjee Government) করেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আমলে পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে ৷ এর পাল্টা মহুয়া বলেন, ‘‘নাড্ডা পশ্চিমবঙ্গে গিয়ে অনেক দোষারোপ করেছিলেন ৷ কিন্তু, তাতে কী হল ? বাংলার মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছেন ৷ এখন, তিনি আর বাংলায় যেতে পারছেন না ৷ তাই গোয়ায় এসে এমন মন্তব্য করতে হচ্ছে তাঁকে ৷ আমরা কেন অন্য একটা দলের সভাপতির মন্তব্যের প্রেক্ষিতে কথা বলব ৷ আমি শুধু তাঁকে শুভ কামনা জানাতে চাই ৷’’

ABOUT THE AUTHOR

...view details