জয়পুর, 20 নভেম্বর :রবিবার হবে রাজস্থানের অশোক গেহলত (Ashok Gehlot ) মন্ত্রিসভা (Cabinet)-এর সম্প্রসারণ ৷ তার আগে শনিবার একসঙ্গে পদত্যাগ করলেন রাজস্থানের সমস্ত মন্ত্রী ৷
জানা গিয়েছে, এদিন দুপুরে একটি বৈঠক হয় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের বাড়িতে ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক অজয় মাকেনও ৷ সেই বৈঠকেই পদত্যাগ করতে বলা হয় মন্ত্রীদের ৷ সেখানেই মুখ্যমন্ত্রী গেহলতের হাতে পদত্যাপত্র তুলে দেন মন্ত্রীরা ৷ অশোক গেহলত মন্ত্রিসভায় এতদিন 21 জন মন্ত্রী ছিলেন ৷ প্রয়োজনে আরও 9 মন্ত্রীকে নিজের মন্ত্রিসভায় নিতে পারেন গেহলত ৷