কলকাতা, 20 সেপ্টেম্বর :আগামী দিনে উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরায় (Tripura) একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ৷ কিন্তু, পুলিশ অনুমতি দিতে টালবাহানা করায় ফাঁপড়ে পড়েছে বাংলার শাসকদল ৷ এই বিষয়ে তাই ত্রিপুরা হাইকোর্টের (High Court Of Tripura) দ্বারস্থ হয়েছে ঘাসফুলশিবির ৷
আরও পড়ুন :Kunal Ghosh :অভিষেক-কুণালের বিরুদ্ধে মামলার নোটিস পাঠাল ত্রিপুরার খোয়াই থানা
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 15 ও 16 তারিখ ত্রিপুরার রাজধানী আগরতলায় পদযাত্রা করার কথা ছিল অভিষেকের ৷ কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় সেই কর্মসূচি বাতিল করতে হয় ৷ এই পরিস্থিতিতে আগামী 22 সেপ্টেম্বর সেই কর্মসূচির পরিবর্তিত সূচি ধার্য করা হয়েছে ৷ এই বিষয়ে নিয়ম মাফিক পুলিশের কাছে আবেদনও জানানো হয়েছে ৷ কিন্তু, এখনও ত্রিপুরার পুলিশ প্রশাসন অভিষেকের সেই কর্মসূচির অনুমতি দেয়নি ৷ আর সেই কারণেই পদযাত্রার অনুমতি চেয়ে ত্রিপুরা হাইকোর্টে মামলা করেছে তৃণমূল কংগ্রেস ৷ জরুরি ভিত্তিতে মামলাটির শুনানির আর্জিও জানানো হয়েছে দলের তরফে ৷
তৃণমূল মুখপাত্র তথা আইনজীবী বিশ্বজিৎ দেব এই প্রসঙ্গে বলেন, ‘‘নিয়ম অনুসারে মিছিলের 48 ঘণ্টা আগে পুলিশের অনুমতি পাওয়ার কথা ৷ কিন্তু বুধবারের কর্মসূচির অনুমতি এখনও মেলেনি ৷ এ নিয়ে টালবাহানা করছে পুলিশ ৷ তাই দলের তরফে ত্রিপুরা হাইকোর্টে আবেদন করা হয়েছে ৷ পুলিশের কোথায় আপত্তি, তাও জানতে চাওয়া হয়েছে ৷’’
আরও পড়ুন :Tripura Violence : সিপিএম অফিসে হামলায় অভিযুক্ত বিজেপি, পালটা দাবি গেরুয়া শিবিরের
উল্লেখ্য, 15 সেপ্টেম্বর ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পদযাত্রা হওয়ার কথা ছিল, তার অনুমতি চাওয়া হয়েছিল, গত 13 সেপ্টেম্বর ৷ কিন্তু, পুলিশের তরফে জানানো হয়, ওই দিন ওই রুটে অন্য রাজনৈতিক দলের সমাবেশ রয়েছে ৷ এরপর ওই দিনই তৃণমূল কংগ্রেসের তরফে 16 সেপ্টেম্বর ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার জন্য অনুমতি চাওয়া হয় ৷ তৃণমূলের দাবি, সেই সময় পুলিশ জানায়, বিশ্বকর্মা পুজোর আগের দিন পুলিশের প্রশাসনিক ব্যস্ততা থাকার জন্য পদযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। এর পর ফের 22 সেপ্টেম্বর ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি চাওয়া হয় ৷ কিন্তু 20 সেপ্টেম্বর বেলা পর্যন্তও সেই অনুমতি হাতে পায়নি তৃণমূল ৷ তার জেরেই আদালতের দ্বারস্থ হয়েছে দলীয় নেতৃত্ব ৷