নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: সংসদে পাঁচদিনের বিশেষ অধিবেশন শুরুর আগে নাম না করেই বিরোধীদের খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ‘ছোট্ট অধিবেশন’-এ কান্নাকাটি না করার পরামর্শ দিলেন তিনি ৷ সেই সঙ্গে উল্লেখ করলেন ৷ এই অধিবেশন ঐতিহাসিক সিদ্ধান্তকে কার্যকর করার জন্য ডাকা হয়েছে ৷ তবে, কী সেই ঐতিহাসিক সিদ্ধান্ত তা জানাননি মোদি ৷ সংসদীয় বিশেষজ্ঞদের মতে, সংবিধানের 1 নং ধারায় উল্লেখ থাকা ‘ইন্ডিয়া দ্যাট ইজ ভারত’, এই শব্দবন্ধনীকে বদলে শুধুমাত্র ‘ভারত’ করার সিদ্ধান্তকেই ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷
এ দিন সংসদে ঢোকার আগে প্রধানমন্ত্রী বিরোধী শিবিরকে নাম না করেই হালকা খোঁচা দেন ৷ তিনি বলেন, ‘‘ছোট্ট অধিবেশন ৷ এটা ঐতিহাসিক সিদ্ধান্তের অধিবেশন ৷ আমি সকলকে বলব এই অধিবেশন কান্নাকাটি করবেন না ৷ এর জন্য অনেক সময় পাবেন ৷’’ পাঁচদিনের বিশেষ অধিবেশনে এনমডিএ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত কী ? সেই দিকেই নজর রয়েছে সকলের ৷ আর সকলের মতে, বিশ্বের সবচেয়ে বৃহৎ সংসদীয় গণতন্ত্রের নাম থেকে ‘ইন্ডিয়া’ শব্দটিকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্যই এই বিশেষ অধিবেশন ৷